বিপিএল টিকিটের মূল্য ঘোষণা
পূর্ব ঘোষণা অনুযায়ী, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৫-এর টিকিট ক্রয় সংক্রান্ত তথ্য জানিয়েছে বিসিবি।
ইতিমধ্যে আজ রোববার সকাল থেকেই টিকিট কিনতে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভিড় জমান দর্শকরা।
বিসিবির ওয়েবসাইট থেকে অনলাইনে কাটা যাবে টিকিট। এছাড়া সরাসরি টিকিট পাওয়ার যাবে বিপিএলে স্পন্সর করা মধুমতি ব্যাংকের বিভিন্ন শাখা থেকে। এবারও সর্বনিম্ন ২০০ টাকা দেখা যাবে বিপিএলের ম্যাচ। এছাড়া বিপিএল টিকিটের সর্বোচ্চ মূল রাখা হয়েছে ২,০০০ টাকা। অনলাইনে টিকিট কিনতে হবে দর্শকদের ভিজিট করতে হবে বিসিবি ওয়েবসাইট। www.gobcbticket.com.bd এ লিংকে গিয়ে টিকিটি ক্রয় করা যাবে।
এছাড়া সরাসরি টিকিট সংগ্রহ করা যাবে মধুমতি ব্যাংকের নির্দিষ্ট কিছু শাখা থেকে। আজ (২৯ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এছাড়া সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকিট সংগ্রহ করা যাবে।
টিকিটের মূল্য তালিকা:
ম্যাচ ভেন্যু: শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
১. গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার): ২,০০০ টাকা।
২. গ্র্যান্ড স্ট্যান্ড (আপার): ২,০০০ টাকা।
৩. ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক): ১,০০০ টাকা।
৪. ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ (কর্পোরেট ব্লক): ৮০০ টাকা।
৫. ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ (কর্পোরেট ব্লক): ১,০০০ টাকা।
৬. ক্লাব হাউস সাউথ (শহীদ মুস্তাক স্ট্যান্ড): ৫০০ টাকা।
৭. ক্লাব হাউস নর্থ (শহীদ জুয়েল স্ট্যান্ড): ৫০০ টাকা।
৮. সাউদার্ন গ্যালারি: ৩০০ টাকা।
৯. নর্দার্ন গ্যালারি: ৩০০ টাকা।
১০. ইস্টার্ন গ্যালারি: ২০০ টাকা।
১১. ক্লাব হাউস সাউথ (শহীদ মুস্তাক স্ট্যান্ড-জিরো ওয়েস্ট জোন): নির্দিষ্ট ৩০০ আসনের টিকিটের মূল্য ৬০০ টাকা।