
এনএনবি ডেস্ক: বাংলাদেশের কাছে রপ্তানি করা বিদ্যুতের দাম নিয়ে উদ্ভূত সমস্যা সমাধানে সালিশি প্রক্রিয়ায় যেতে চাইছে ভারতের আদানি গোষ্ঠী। তবে বাংলাদেশ সরকার জানিয়েছে, আলোচনা হলেও এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
এক বিবৃতিতে আদানি গোষ্ঠী বলছে, চুক্তি অনুযায়ী যেকোনো মতানৈক্য সমাধানে আন্তর্জাতিক সালিশি প্রক্রিয়াই একমাত্র পথ। তারা এও জানিয়েছে যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড যে দাম দিতে রাজি হয়েছে, সেই অনুযায়ী নিয়মিত অর্থ তারা পেয়ে যাচ্ছে। তবে চুক্তি অনুযায়ী বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে তারা বিদ্যুৎও দিয়ে যাবে।
অন্যদিকে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বিষয়টি নিয়ে তারা আলোচনা করছেন, তবে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। খবর বিবিসির।
ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় ১৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করে আদানি গোষ্ঠী। এই বিদ্যুৎকেন্দ্র থেকে পুরোটাই বাংলাদেশে পাঠানো হয়। এছাড়া ভারত সরকারিভাবেও বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করে থাকে।
গত বছর অন্তর্বর্তী সরকার বাংলাদেশের ক্ষমতায় আসার পর থেকেই তাদের সঙ্গে বিদ্যুতের দাম নিয়ে আদানি গোষ্ঠীর সঙ্গে মতানৈক্য চলছে।
এবছরের গোড়ায় বিদ্যুতের দাম হিসেবে বাংলাদেশের কাছে তাদের প্রায় দু-শো কোটি ডলার বকেয়া ছিল বলে আদানি গোষ্ঠী গত সপ্তাহে জানিয়েছিল। কিন্তু এখন বকেয়ার পরিমাণ কমে এসে মাত্র ১৫ দিনের পাওনা বাকি আছে বলে জানিয়েছে শিল্প গোষ্ঠীটি।
কেন সালিশি: আদানি গোষ্ঠীর এক মুখপাত্র জানিয়েছেন, যেহেতু এটা একটা আন্তর্জাতিক চুক্তি, তাই চুক্তির কোনো বিষয় নিয়ে মতানৈক্য হলে একমাত্র আন্তর্জাতিক সালিশি প্রক্রিয়ার মাধ্যমেই তার সমাধান করার কথা রয়েছে ওই চুক্তিতে।বর্তমানে কিছু খরচ যেভাবে হিসাব করা এবং বিলিং করা হচ্ছে, তা নিয়ে মতানৈক্য আছে। তাই দুই পক্ষই বিতর্ক সমাধানের পদ্ধতি ব্যবহার করতে রাজি হয়েছে। নিশ্চিতভাবেই দ্রুত, মসৃণভাবে এমন একটা সমাধান বেরবে, যাতে দুই পক্ষই লাভবান হয়।



