বিদেশ যেতে চান খালেদা: পরিবার

চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিদেশে যেতে চান বলে জানিয়েছেন তার বোন সেলিমা ইসলাম।
বিকেলে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্বিবদ্যালয় হাসপাতালে খালেদা জিয়ার সাথে দেখা করে সেলিমা ইসলাম বলেন, ‘খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে। তিনি খেতে, বসতে ও চলাফেরা করতে পারছেন না। সারাক্ষণ শুয়ে থাকেন। শুয়ে থাকতেও তার কষ্ট হচ্ছে। তার শরীর খুব খারাপ। উন্নত চিকিৎসার জন্য তিনি বিদেশে যেতে চান।’ প্রশ্নের জবাবে সেলিমা ইসলাম বলেন, ‘তিনি বিদেশ যাওয়ার কথা বলেননি। কিন্তু আমরা তাকে পাঠাতে চাই। দিন দিন তার স্বাস্থ্যের অবস্থা খারাপ হচ্ছে। এখানে কোনও চিকিৎসা হচ্ছে না।’
খালেদা জিয়া নিজে হাতে খাবার তুলে খেতে পারছেন না বলেও দাবি করেছেন তিনি।
খালেদা জিয়া জামিন পেলে তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো যাবে বলেও উল্লেখ করেন সেলিমা ইসলাম।
খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন তার মেঝ বোন সেলিমা ইসলাম, ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা, ভাতিজা অভিক ইস্কান্দার, তারেক রহমানের স্ত্রী জোবায়দার বড় বোন শামীম আরা বিন্দু।