রাজনীতি
বিএনপি ভাইস চেয়ারম্যান মেজর (অব:) হাফিজ আটক

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে হাইকোর্টের সামনের গেট থেকে তাকে আটক করা হয়।
আটকের পর তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
হাইকোর্টের সামনে গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় গত মঙ্গলবার রাতে শাহবাগ থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে ডিবিসূত্রে জানা গেছে।
এর আগে বৃহস্পতিবার সকালে হাইকোর্টের গেট থেকে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে আটক করে পুলিশ।