রাজকূট
বিএনপির এজেন্টকে বের করে দেবার অভিযোগ ইশরাকের

শনিবার (০১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর গোপীবাগ আরকে মিশন রোডে শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজের ভোট প্রয়োগ শেষে এ অভিযোগ করে তিনি।
এসময় ইশরাক বলেন, গতকাল রাত থেকে বেশকিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আমাদের ৩৪ নম্বর ওয়ার্ডে কেন্দ্র থেকে সিসি ক্যামেরা খুলে কেন্দ্র দখল করতে চেয়েছিল। এসময় এক কর্মীকে মেরে আহত করা হয়েছে। পরবর্তীকালে স্থানীয়রা মিলে দুর্বৃত্তরা বিতাড়িত করেছে। এভাবে কেন্দ্র পাহারা দিয়ে রাখতে পারলে আমরা অবশ্যই বিপুল ভোটে বিজয়ী হবো। এসময় তিনি কেন্দ্র পাহারা দিতে ভোটারদের আহ্বান জানান।
ইভিএম নিয়ে ইশরাক বলেন, ইভিএমর প্রতি আমাদের আস্থা নেই। ইভিএমে প্রোগ্রামে ত্রুটিযুক্ত হতে পারে। আমাকেই তিনবার ট্রেনিং নেওয়া লেগেছে ভোট দেয়ার জন্য। তাহলে সাধারণ ভোটার কীভাবে বুঝবে ইভিএম বিষয়ে।