Leadআন্তর্জাতিক

বাস ও কার্ভাড ভ্যান সংঘর্ষে নিহত ১৫

মালয়েশিয়ায় একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় অত্যন্ত ১৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৩১জন, সকলেই স্থানীয় নাগরিক বলে জানা গেছে।

স্থানীয় সময় সোমবার (৯ জুন) ভোর রাতে মালয়েশিয়ার পেরাক রাজ্যে সীমান্ত এলেকায়, থাইল্যান্ড বর্ডারে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সংবাদ পেয়ে এক ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় ফায়ার এন্ড রেসকিউ স্টেশনের ৪ সদস্যের একটি দল।

রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনা স্থলে ১৩ জন মারা গেলেও, হাসপাতালে নিয়ে যাওয়ার সময় আরো ২ জনের মৃত্যু হয়। এছাড়াও বাসে থাকা আরো ৩১ জন গুরুতর আহত হন।

দুর্ঘটনা পরবর্তী সময়ে বাস থেকে কয়েকজন যাত্রী নিজেরা বের হতে পারলেও, অনেক যাত্রী বাসের মধ্যে আটকা পড়েন। দুর্ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা দেরিতে পৌঁছাতে, ঘটনাস্থলে চিকিৎসার অভাবে মৃত্যুর সংখ্যা বেশি হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

পেরাক ফায়ার এন্ড রেসকিউ বিভাগের সহকারি অপারেশন ডিরেক্টর সাবরোদজি নূর আহমেদ জানান, বাস ও মিনি ভ্যান এর মধ্যে মোট ৪৮ জন ছিলেন। এর মধ্যে ৪২ জন শিক্ষার্থী, ৪ জন এমপিভির যাত্রী, একজন বাসচালক এবং একজন সহকারী ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button