Leadক্রীড়াঙ্গন

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের নিরাপত্তায় সোয়াট

জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার (১০ জুন) বাংলাদেশ-সিঙ্গাপুর এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচকে ঘিরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মাঠের নিরাপত্তায় এবার দায়িত্ব পালন করবে পুলিশের এলিট ইউনিট সোয়াট।

গত ৪ জুন বাংলাদেশ-ভুটানের মধ্যকার প্রীতি ম্যাচে ঘটে যাওয়া বিশৃঙ্খলা থেকে শিক্ষা নিয়েই এই বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

ভুটান ম্যাচের দিন জাতীয় স্টেডিয়ামে দেখা গিয়েছিল চরম অব্যবস্থাপনা। টিকিট হাতে নিয়েও অনেক দর্শক স্টেডিয়ামে প্রবেশ করতে পারেননি, যার জেরে তারা অধৈর্য হয়ে পূর্ব গ্যালারির গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েন।

শুধু তাই নয়, গ্যালারি ডিঙিয়ে মাঠে প্রবেশেরও ঘটনা ঘটে। ম্যাচ চলাকালীন দুজন দর্শক মাঠে ঢুকে পড়েন, এবং শেষ বাঁশির পর আরও একজন। একজন তো খেলার মাঝেই বাংলাদেশ দলের ডাগআউটে ছুটে গিয়ে হামজা চৌধুরীর সঙ্গে ছবি তোলার চেষ্টা করেন।

এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে বাফুফে এবার বদ্ধপরিকর। বাফুফে নিশ্চিত করেছে যে, সোমবার (৯ জুন) বেলা ১১টায় সোয়াট সদস্যরা স্টেডিয়ামে নিরাপত্তা মহড়া দেবেন।

ভুটান ম্যাচের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে ফিফার পক্ষ থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশঙ্কা করছে বাফুফে। এর আগেও বসুন্ধরা কিংস অ্যারেনায় দর্শক অনিয়মের কারণে বাফুফেকে আর্থিক জরিমানা গুনতে হয়েছে।

জাতীয় স্টেডিয়ামে প্রায় পাঁচ বছর পর আন্তর্জাতিক ম্যাচ ফেরায় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যাচ্ছে। দর্শকদের নির্বিঘ্ন ও নিরাপদ উপস্থিতি নিশ্চিত করতে বাফুফে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে, যাতে সিঙ্গাপুর ম্যাচটি সুষ্ঠভাবে সম্পন্ন হয়।

Related Articles

Leave a Reply

Back to top button