খেলা

বাংলাদেশ ছাড়ার আগে আবেগঘন বার্তা রায়ান বার্লের

জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার রায়ান বার্ল বিপিএল খেলতে বাংলাদেশে এসেছিলেন। খেলেছেন দুর্বার রাজশাহীর হয়ে। অনেকটা তিক্ত অভিজ্ঞতা নিয়েই বাংলাদেশ ছেড়েছেন তিনি। যাওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বার্তা দিয়েছেন জিম্বাবুয়ের এই অলরাউন্ডার।
বিদায় বেলায় ফেসবুক স্ট্যাটাসে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে রায়ান বার্ল লেখেন, ‘নিশ্চিতভাবেই এই ভ্রমণটি ভোলার মতো নয়। বাংলাদেশে বিগত ৫ সপ্তাহ ধরে সমর্থন জুগিয়ে যাওয়ায় সকল ভক্ত আর বন্ধুদের আমি ধন্যবাদ জানাই।’
বিপিএলে বেশ ভালোই খেলেছেন বার্ল। ব্যাটে-বলে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। রাজশাহীকে প্লে-অফের দোরগোড়ায় পৌঁছে দিতে সহায়তা করেছিলেন তিনি। তবে মাঠের বাইরের নানা সমস্যায় তিক্ত অভিজ্ঞতাও হয়েছে তার।
রাজশাহীর অন্যান্য খেলোয়াড়দের মতো বার্লকেও অনিশ্চয়তার মধ্য দিয়ে যেতে হয়েছে। বিশেষ করে, আসরের শেষ দিকে তার দেশে ফেরা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে শেষ পর্যন্ত দেশের একাধিক গণমাধ্যমে খবর প্রকাশের পর ইথিওপিয়ান এয়ারওয়েজের এক ফ্লাইটে তিনি দেশে ফিরে গেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button