আন্তর্জাতিক

বাংলাদেশে মা ও শিশুর মৃত্যুর হার কমায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রশংসা।

মা ও শিশুর মৃত্যুর হার কমিয়ে আনায় আবারও উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে সাফল্যের চিত্র। এতে বলা হয়, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে অগ্রগতিতে বাংলাদেশই অন্যতম। আর সাফল্যের পেছনে সরকারের সদিচ্ছাই জোরালো ভূমিকা রেখেছে বলে জানিয়েছে সংস্থাটি। বাংলাদেশে চিকিৎসা খাতের অগ্রগতিই কমিয়ে আনছে শিশু ও মাতৃমৃত্যুর হার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে সাফল্যের চিত্র। এতে বলা হয়, মাত্র দেড় বছরের কম সময়ে নবজাতক, এক বছরের কম বয়সী শিশু, ৫ বছরের কম বয়সী শিশুসহ শিশুমৃত্যু রোধের প্রতিটি ক্ষেত্রেই উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বাংলাদেশে। বিশ্বব্যাপী শিশু ও মাতৃমৃত্যুর হার কমাতে বাংলাদেশের এ অগ্রগতি বড় অবদান রেখেছে বলে মনে করছে সংস্থাটি।সংস্থাটি জানায়, স্বাস্থ্য সেবার মান বাড়াতে সরকারের সদিচ্ছাই বড় ভূমিকা রেখেছে। স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানো এবং গর্ভবতী নারী ও শিশুদের জন্য বিনামূল্যে ও কম খরচে চিকিৎসা সেবা নিশ্চিত করেছে সরকার। আর এ সাফল্য কেবলমাত্র মা ও শিশুকে সুন্দর জীবনই দেয়নি, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা- ২০৩০অর্জনেও বাংলাদেশকে আরো এক ধাপ সামনে এগিয়ে নিয়েছে বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির তথ্য মতে, গেল এক দশকে বিশ্বব্যাপী শিশুমৃত্যু অর্ধেকে ও মাতৃমৃত্যু এক-তৃতীয়াংশ কমলেও এখনও বিশ্বে প্রতি ১১ সেকেন্ডে একজন গর্ভবতী নারী বা এক নবজাতককে মৃত্যুবরণ করতে হচ্ছে।

Related Articles

Leave a Reply

Back to top button