ভূরাজনীতি

বঙ্গবন্ধু-শেখ হাসিনার ট্রু ফলোয়ার হলে আগেই হতো সোনার বাংলা : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতিতে থেকে আমরা যদি বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ট্রু ফলোয়ার হতে পারতাম, তাহলে খুব তাড়াতাড়ি বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মাণ হয়ে যেত।

বুধবার ( ২৭ অক্টোবর) রাজধানীর একটি হোটেল করোনাকালীন শিল্প ও বাণিজ্য উন্নয়নে শেখ হাসিনা’র ভূমিকা  শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করে আওয়ামী লীগের শিল্প বাণিজ্য উপকমিটি।

ওবায়দুল কাদের বলেন, করোনাকালেও শেখ হাসিনা প্রমাণ করেছেন। তিনি নিজের ভাগ্য উন্নয়নের রাজনীতি করেন না। তিনি  দেশের মানুষের ভাগ্য উন্নয়নের রাজনীতি করেন। কিন্তু দুর্ভাগ্য হলো, আমাদের কিছু জনপ্রতিনিধি, নেতা তারা জনগণের লোক খোঁজেন না, নিজের লোক খোঁজেন। নিজের পকেটের লোক খোঁজেন। জনগণের লোক খোঁজেন না। এটা দুঃখ জনক। আমরা নিজের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতি করি না, মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতি করি।

Related Articles

Leave a Reply

Back to top button