ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা, রাজশাহীতে ২ দিনে শনাক্ত ১৩

রাজশাহীতে দুই দিনে করোনা শনাক্তের হার ৫০ শতাংশের বেশি। শুধু সোম এবং মঙ্গলবার ২৬টি নমুনার ১৩টিতেই কোভিড ভাইরাস ধরা পড়েছে। আক্রান্তরা বেশিরভাগ চিকিৎসাসেবায় জড়িত। এতে উদ্বেগের কিছু না দেখলেও, স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
২০২২ সাল থেকে করোনা সংক্রমণ কমতে শুরু করে। পরের বছর থেকে করোনা রোগী শনাক্তের হার শূন্যের কাছাকাছি পৌঁছায়। তবে এ বছর নতুন করে যেন আবার চোখ রাঙাচ্ছে অতিসংক্রমণশীল এই ভাইরাস।
রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মিজানুর রহমান বলেন, ল্যাবে দেড় বছরে শুধু বিদেশযাত্রা কিংবা ব্যক্তিগত কারণে করোনা পরীক্ষার জন্য নমুনা জমা পড়েছে। এই সময়ে কারোর-ই এ রোগ শনাক্ত হয়নি। তবে মে মাসের শেষ সপ্তাহে একজনের শরীরে এ ভাইরাস ধরা পড়ে। এরপর এ হার বাড়তে থাকে। গত সোমবার ১৫টি নমুনার মধ্যে ৯টিতে করোনা ধরা পড়ে।
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বলেন, নতুন আক্রান্তদের হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়নি। তবুও বিশেষ ওয়ার্ড প্রস্তুত রেখেছে রাজশাহী মেডিকেল।
মেডিসিন বিশেষজ্ঞ ডা. আজিজুল হক আযাদ বলেন, সংক্রমণ বৃদ্ধিতে উদ্বেগের কিছু নেই। আগের মতো তীব্র শারীরিক সমস্যা হওয়ার শঙ্কা কম এখন। তবে মাস্ক ব্যবহারসহ অন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।