জাতীয়
ফিরতি পথেও উত্তরবঙ্গের ট্রেনের শিডিউল বিপর্যয়

ফিরতি পথেও ট্রেনের শিডিউল বিপর্যয়ে উত্তরবংগ আর খুলনা থেকে আসা যাত্রীরা।
রাজশাহী থেকে আসা ধূমকেতু ভোর ছয়টায় আসার কথা থাকলেও ঢাকায় পৌছাবে সোয়া ১১ টায়। খুলনা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ঢাকা পৌছায় সাড়ে চার ঘন্টা দেরিতে। এছাড়া নীলসাগর, লালমনি, একতা সব ট্রেনই দেরি করছে তিন থেকে চার ঘন্টা। প্রায় সাড়ে সাত ঘন্টা দেরিতে আসবে রংপুর এক্সপ্রেস।
তবে রেলের পূর্বাঞ্চলের সিলেট আর চট্টগ্রামের ট্রেনগুলো পৌছেছে সময় মতই। ফিরতি পথেও ট্রেনের ছাদে ছিলো মানুষের ভীড়। শনিবার ঢাকা ছেড়ে যাবার মানুষেরর ভীড়ও ছিলো কমলাপুর রেলস্টেশনে