জাতীয়
ফিটনেস নবায়ন না থাকলে যানবাহনে জ্বলানি নয়: হাইকোর্টের নির্দেশ
ফিটনেস নবায়ন লাইসেন্স না থাকলে যানবাহনে তেল বা গ্যাসসহ ধরনের জ্বালানি দেয়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।
তবে সারাদেশে সড়কে চলাচলকারী ফিটনেসবিহীন ৪লাখ যানবাহন ফিটনেস নবায়নের জন্য আরো দুই মাস সময় পাবে। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে গত দুই মাসে সারাদেশে ৮৯ হাজার ২শ ৬৯টি যানবাহনের ফিটনেস নবায়ন করা হয়েছে বলে রিপোর্ট দেয় বিআরটিএ। রিপোর্টে বলা হয়,সারাদেশে এখনো প্রায় ৪ লাখ যানবাহন ফিটনেস বিহীন রয়েছে। এর আগে গত জুলাই মাসে ফিটনেস নবায়নের জন্য দুই মাস সময় দিয়েছিলো উচ্চ আদালত।