রাজনীতি
ফাহাদ হত্যায় প্রধান সন্দেহভাজন অমিত সাহা আটক।

আবরার হত্যার প্রধান আসামী অমিত সাহাকে পুলিশ আটক করেছে। বৃহস্পতিবার সবুজবাগ থেকে বেলা ১১ টায় পুলিশ গ্রেফতার করে তাকে। বিষয়টি নিশ্চিত করেন ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম।
ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম জানান, রাজধানীর সবুজবাগ থানাধীন রাজারবাগ কালীবাড়ি এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে অমিত সাহাকে আটক করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ফাহাদ হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হবে।
বুয়েট ছাত্র আবরার হত্যার প্রধান আসামি হিসেবে ধারণা করা হয় বুয়েট শাখা ছাত্রলীগের অমিত সাহাকে।অমিত সাহাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।হত্যাকাণ্ডের মুখ্য আসামি সন্দেহ করার পরও তাকে অপরাধীদের ১৯ জনের তালিকায় তার নাম দেয়া হয় নি বলে বিষয়টি আনেক সমালোচিত হয়।