প্রধান বিচারপতির এজলাশে স্থাপন করা হলো জাতিরপিতার ছবি।
স্বাধীনতার ৪৮ বছর পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রধান বিচারপতির এজলাসে স্থাপন করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। এর মধ্য দিয়ে চারযুগের অপূর্ণতা কাটলো বলে মনে করছেন সিনিয়র আইনজীবীরা। গত ২৯ আগস্ট দু’মাসের মধ্যে সারাদেশের প্রতিটি এজলাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনে হাইকোর্ট নির্দেশ দেন।
এ আদেশের পর ২৩ সেপ্টেম্বর আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে একটি নোটিশ জারি করা হয়।
মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রশাসনও এ আদেশ বাস্তবাবায়নে পদক্ষেপ নেন। এই উদ্যেগকে স্বাগত জানিয়ে আইনজীবীরা বলেন এর মধ্য দিয়ে চারযুগের অপূর্নতা দূর হয়েছে।
ভারত-পাকিস্তানসহ বিশ্বের অনেক দেশেই তাদের জাতির জনকের ছবি আদালত কক্ষে রাখা হয়। ২০০১ সালের জাতির জনকের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন আইন অনুযায়ী, ধর্মীয় প্রতিষ্ঠান বাদে বাংলাদেশের সরকারি, আধা সরকারি সব প্রতিষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংরক্ষণ ও প্রদর্শনের বাধ্যবাধকতা রয়েছে।