প্রতিদ্বন্দ্বতামূলক নির্বাচন চায় আওয়ামী লীগ: ওবায়দুল কাদের

ঢাকার দুই সিটি নির্বাচন অবাধ নিরপেক্ষ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির অংশ্রগহণকে সাধুবাদ জানিয়ে তিনি বলেছেন, কে হারলো কে জিতলো সেটা বড় বিষয় না। নির্বাচন কমিশনকে সহযোগিতা করারও আশ্বাস দিয়েছেন ওবায়দুল কাদের।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা, পুনর্মিলনী ও গুণীজন সম্মাননায় যোগ দেন বিভাগের প্রাক্তন ছাত্র এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আলোচনায় অংশ নিয়ে ওবায়দুল কাদের বলেন, নানা প্রতিকূলতা কাটিয়ে বিশ্বসভায় বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব গুণে ভাগ্য বদলেছে দেশের মানুষের।
ঢাকার দুই সিটির নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সবার কাছে বিশ্বাসযোগ্য অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচনই হবে।
ওবায়দুল কাদের বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনের সিডিউল ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনে বিভিন্ন দল অংশগ্রহণ করছে, বিএনপিও এই নির্বাচনে অংশ নিচ্ছে, আমরা তাদের স্বাগত জানাচ্ছি।’
তিনি বলেন, ‘নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক, প্রতিযোগিতামূলক হোক। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই এই নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হবে, সুষ্ঠু হবে। একসেপটেবল, ক্রেডিবল একটি নির্বাচন হবে। এটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা করতে চান।’
নির্বাচন অনুষ্ঠানে স্বাধীন ভূমিকা পালনে কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করারও আশ্বাস দেন ওবায়দুল কাদের।