প্যারিস চুক্তি থেকে সরে আসার প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র।
শামীমা দোলা।
প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে জাতিসংঘের কাছে চিঠি দিয়েছে হোয়াইট হাউজ। প্রক্রিয়াটি সম্পন্ন হতে সময় লাগবে প্রায় এক বছর।
২০১৬ সালে প্যারিসে গ্রীনহাউজ গ্যাস নিঃসরণ কমিয়ে আনতে যে ঐক্যমত্য পৌঁছায় দুই’শর মতো দেশ, সেই প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার আনুষ্ঠানিকতা শুরু করেছে যুক্তরাষ্ট্র।
এরই ধারাবাহিকতায়, নিজেদের পরিকল্পনার কথা জানিয়ে জাতিসংঘকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে ট্রাম্প প্রশাসন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার সক্ষমতা বাড়াতে বৈশ্বিক সহযোগিদের সঙ্গে কাজ করা অব্যাহত রাখার কথা বলা হয় চিঠিতে।
বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বিষয়টি নিশ্চিত করেছেন। পম্পেও জানান, চুক্তিটি যুক্তরাষ্ট্রের ওপর অন্যায্য অর্থনৈতিক বোঝা চাপিয়েছে। তবে, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সাড়া দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে জানান তিনি।
তবে, চুক্তি থেকে সরে আসার কথা আনুষ্ঠানিকভাবে জানানো হলেও তা কার্যকরে এক বছর সময় লাগবে। এ সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন হবে। নির্বাচনে ট্রাম্প পরাজিত হলে, বিষয়টির পরিবর্তন হতে পারে।