জাতীয়

পোপের সাথে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর

রোমান ক্যাথলিকদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে ভ্যাটিকান সিটিতে পোপের সঙ্গে প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎ হয়।

এ সময় প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল উপস্থিত ছিলেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন।

সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পোপ ফ্রান্সিসের সঙ্গে কুশল বিনিময় করেন বলে জানান তিনি।

বৃহস্পতিবারই রোম থেকে ইতালির আরেক শহর মিলানে যাবেন প্রধানমন্ত্রী। পরদিন মিলান থেকেই দেশের উদ্দেশে রওনা হবেন তিনি।

এর আগে বুধবার সকালে রোমের ভিয়া দেল আন্তারতিদে এলাকায় বাংলাদেশ দূতাবাসের চ্যান্সেরি ভবন উদ্বোধন করেন শেখ হাসিনা।

এরপর দুপুরে ইতালির প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন পালাতসো কিজিতে দেশটির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন।

সেখানে বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে দুই দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করতে একমত হয় বাংলাদেশ ও ইতালি।

এরপর বিকেলে রোমের পার্কো দেই প্রিনচিপি গ্রান্ড হোটেল অ্যান্ড স্পায় ইতালির ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাতের পর ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের দেওয়া নৈশভোজে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে মঙ্গলবার রোম পৌঁছান শেখ হাসিনা।
খবর? বিডিনিউজ২৪

Related Articles

Leave a Reply

Back to top button