পেঁয়াজে আগুন দর, টিসিবির পেঁয়াজ পাননি অনেকেই।

গত দু’দিনে কেজিতে পেঁয়াজের দাম বাড়লো ৫০ টাকা। দেশি পেঁয়াজ খুচরা বাজারে ১১০ টাকা আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকায় । এদিকে, রাজধানীর ৩৫টি পয়েন্টে ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করছে টিসিবি। তবে সেখানেও কিনতে এসে পেঁয়াজ পায়নি বলে অভিযোগ করেছেন অনেকে।
গেলো কয়েকদিনে দফায় দফায় বেড়েছে রান্নার গুরুত্বপূর্ণ উপকরন পেয়াঁজের দাম।
সর্বশেষ ভারতীয় কর্তৃপক্ষ রপ্তানী নিষিদ্ধের সিদ্ধান্ত জানানোর পর, সোমবার বিকেল থেকেই বাংলাদেশে পাইকারি এবং খুচরা বাজারে ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজের ।
রাজধানীর বাজারে পেয়াজের মজুত যথেষ্ট। তবে দাম বেশি বলে কেনা বেচা কম বলে জানান দোকানীরা। উচ্চ মূল্যের কারণে পরিমানেও কম পেঁয়াজ কিনছেন ক্রেতারা। এমন পরিস্থিতিতে হতাশ ক্রেতা-বিক্রেতারা।
পাইকারী বাজারে ৫ কেজি পেয়াজ বিক্রি হচ্ছে ৫০০ টাকায়। পাইকাররাও বলছেন, দাম বেশি বলে ব্যবসা মন্দা।
এদিকে দাম বাড়ায় খোলা বাজারে দ্বিতীয় দিনের মত ৪৫ টাকা কেজি দরে পেয়াজঁ বিক্রি করছে টিসিবি।
তবে দীর্ঘ লাইনে দাড়িয়ে অনেকেই শেষ পর্যন্ত পেয়াজ না নিয়েই বাড়ি ফিরেছেন। পেয়াজের মানও সন্তুষ্ট করতে পারেনি ক্রেতাদের।
ভক্সপপ:
ভারত থেকে কয়েক দফায়় পেঁয়়াজ রপ্তানীতে বিধিনিষেধ আরোপ করার পর থেকে পেঁয়়াজের দাম গত এক মাসে দ্বিগুণ হয়ে়ছে।