পুঁজিবাজার
পূঁজিবাজারে সূচক, লেনদেন দুটোই বাড়লো।
সূচক ও লেনদেন বেড়েছে দেশের পুঁজিবাজারে। একইসঙ্গে দর বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের।
মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৫০টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৯২টির, কমেছে ১০১টির, আর ৫৭টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৫ পয়েন্ট বেড়ে উঠে আসে ৪ হাজার ৭০৩ পয়েন্টে।
দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৩০৭ কোটি ৭৬ লাখ টাকা।
সূচক বেড়েছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৬০টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ৮৬টির, আর ৩৬টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ১২ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।