পুঁজিবাজার
পূঁজিবাজারে বড় দরপতন, স্টক এক্সচেঞ্জের সামনে বিক্ষোভ।
বড় দরপতন হয়েছে দেশের পুঁজিবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন নেমে এসেছে ৩শ’ কোটি টাকার নিচে।
দরপতনের প্রতিবাদে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে বিক্ষোভ করেছেন সাধারণ বিনিয়োগকারীরা।
বিক্ষাভকারীরা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশনের চেয়ারম্যানসহ প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগ দাবি করেছেন।
এদিকে, মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৫২টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে মাত্র ৩০টির, কমেছে ২৯২টির, আর ৩০টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। ডিএসইর প্রধান সূচক নেমে আসে ৪ হাজার ৭০৮ পয়েন্টে। লেনদেন হয়েছে মাত্র ২৮৮ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।