Leadচট্রগ্রামজেলার খবর

পুশইন ও চামড়া পাচার রোধে সতর্ক বিজিবি

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত দিয়ে পুশইন ও ভারতে কোরবানির পশুর চামড়া পাচার রোধে সতর্কাবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ইতোমধ্যে সীমান্তে টহল জোরদার করেছে বিজিবির ২৫ ব্যাটালিয়ন।

এ ছাড়া ভারতীয় নাগরিকদের অবৈধ পুশইন ঠেকাতেও কঠোর অবস্থানের কথা জানিয়েছে বিজিবি। এ জন্য সীমান্তবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর, আখাউড়া ও কসবা উপজেলা ভারত সীমান্তবর্তী। এ তিন উপজেলার ৭৩ কিলোমিটার সীমান্তের মধ্যে ৩১ কিলোমিটার বিজিবির ২৫ ব্যাটালিয়ন এবং ৪২ কিলোমিটার সীমান্ত ৬০ ব্যাটালিয়নের অধীনে। ২৫ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ আখাউড়া একাংশ এবং বিজয়নগর ও হবিগঞ্জের মাধবপুর সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

প্রতিবছর ঈদুল আজহাকে ঘিরে সীমান্ত দিয়ে কোরবানির পশুর চামড়া পাচারে সক্রিয় হয়ে উঠে চোরাকারবারিরা। এর প্রেক্ষিতে সীমান্ত এলাকায় বিজিবির টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, সীমান্তে যেকোনো অপরাধ তৎপরতা ঠেকাতে তৎপর রয়েছে বিজিবি। ইতোমধ্যে চামড়া পাচার রোধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। কোনো অবস্থাতেই সীমান্ত দিয়ে পশুর চামড়া পাচার এবং মাদক চোরাচালান ও অবৈধ পুশইন করতে দেওয়া হবে না।

Related Articles

Leave a Reply

Back to top button