পুঁজিবাজার চাঙ্গা

সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার ঢাকায় স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে ৫০০০ পয়েন্ট ছাড়িয়েছে। চট্টগ্রামে প্রধান সূচক সিএএসপিআই বেড়েছে ২৭২ পয়েন্ট বা ১ দশমিক ৮২ শতাংশ।একইসঙ্গে লেনদেনও বেড়েছে দুই বাজারে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।বাংলাদেশ ব্যাংকের তারল্য সংকট কাটানোর উদ্যোগের খবরে বাজারে বড় এই উত্থান হয়েছে মলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।রোববার পুঁজিবাজার চাঙ্গা করতে ব্যাংকগুলোকে বিনিয়োগের ক্ষেত্রে ‘বিশেষ’ সুবিধা দেয়ার কথা ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক।৯ টি শর্তে ব্যাংক গুলোকে এই সাময়িক তারল্য সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।এই টাকা পুঁজিবাজারে ব্যাংকগুলোর নিজস্ব পোর্টফোলিওতে সরাসরি বিনিয়োগ করা যাবে অথবা তাদের সাবসিডিয়ারী কোম্পানিতে ঋণ দেয়া যাবে।সোমবার সিএসইতে ২৯ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। রোববার লেনদেনের অংক ছিল ১৯ কোটি ৩৭ লাখ টাকা।বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২৮২টির, কমেছে ৫৩ টির। আর অপরিবর্তিত রয়েছে ১৮টির দর।ডিএসইএক্স বা প্রধান সূচক ৭৯ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার দশমিক ২৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৫৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২৩ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৮৯ পয়েন্টে।লেনদেনে অংশ নিয়েছে ২৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৯৯টির, কমেছে ৩৬টির। আর অপরিবর্তিত রয়েছে ১৮টির দর।