পুঁজিবাজার
পুঁজিবাজারে সূচকের সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর
সূচক বেড়েছে দেশের পুঁজিবাজারে। দর বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের।
রোববার ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৮টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৬৭টির, কমেছে ১২৪টির, আর ৫৭টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭ পয়েন্ট বেড়ে উঠে আসে ৪ হাজার ৭১৭ পয়েন্টে।
দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৩৬৩ কোটি ৬৮ লাখ টাকা। সূচক বেড়েছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৪৬টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১১৭টির, কমেছে ১০২টির, আর ২৭টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ১২ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।