পাবিপ্রবির ‘জিয়া সাইবার ফোর্স’ কমিটি নিয়ে সতর্ক করল বিএনপি
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) গঠিত ‘জিয়া সাইবার ফোর্সের কমিটি’ নিয়ে দলীয় নেতা-কর্মীদের সতর্ক করল বিএনপি।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে এ সতর্ক বার্তা দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোমধ্যে জিয়া সাইবার ফোর্স নামে একটি সংগঠন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।
ছাত্রদলের নাম ব্যবহার করে ছাত্রলীগের কতিপয় নেতাকে পদ দিয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি কমিটি ঘোষণা করা হয়েছে, যা সম্পূর্ণরূপে প্রতারণামূলক। এর সঙ্গে ছাত্রদলের কোনো সংশ্লিষ্টতা নেই বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিএনপির এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ওয়ার্ড থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত কোনো স্তরের কমিটিতে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক ব্যক্তিকে যোগদান করানো যাবে না। পতিত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন রাজনৈতিক সংগঠন কৌশলে বিএনপিসহ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনে পদ বাগিয়ে নেয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এ বিষয়ে দলের সকল পর্যায়ের নেতাদের সতর্ক ও সাবধান থাকতে হবে।