আন্তর্জাতিক

পাকিস্তানে ভূমিকম্পে নিহত ১৯।

পাকিস্তান শাসিত কাশ্মীরে ভূমিকম্পে অন্তত ১৯ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন তিন শ’রও বেশি মানুষ।
মঙ্গলবার বিকালে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে পাকিস্তানের উত্তরাঞ্চল। ভূমিকম্পের উৎস পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরের মিরপুর শহরের কাছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য বলছে, উত্তরপূর্বাঞ্চলীয় ঝেলাম নগরীর ১৪ মাইল উত্তরে পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের সীমান্ত রেখা বরাবর ভূমিকম্পটি আঘাত হানে।
ভূমিকম্প অনুভূত হয় ইসলামাবাদ, পেশোয়ার, রাওয়ালপিন্ডি, লাহোর, শিয়ালকোট, মুলতানসহ আরও বেশ কয়েকটি শহরে ।
মিরপুরে ভেঙে পড়া ভবন এবং বিভিন্ন সড়কে বড় ধরনের ফাটল দেখা গেছে।বিভাগীয় কমিশনার চৌধুরী মুহাম্মদ তায়াব বলেছেন, ভূমিকম্পে মিরপুরে তিন শিশুসহ ১৯ জনের মারা গেছে। আহতদের মধ্যে অন্তত ৩৫ জনের অবস্থা গুরুতর বলে জানান তিনি।
ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে সব বিভাগকে নির্দেশ দিয়েছেন তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button