জাতীয়
পদ্মায় বসলো ১৫তম স্প্যান।
পদ্মাসেতুর জাজিরা প্রান্তে ১৫ তম স্প্যান বসানো হয়েছে। এরফলে দৃশ্যমান হয়েছে সেতুর ২২৫০ মিটার।
চতুর্দশ স্প্যান বসানোর তিন মাস ২৩ দিনের মাথায় স্থায়ীভাবে বসানো হলো পঞ্চদশ স্প্যানটি। সকাল ১১টার পর জাজিরা প্রান্তে সেতুর ২৩ ও ২৪ নম্বর পিলারের উপর স্প্যানটি বসানো হয়।
১৫০ মিটার দৈর্ঘ্য্যর আর ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানটিকে বহন করে তিন হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার ‘তিয়ান ই’ ক্রেন। দুই পিলারের মধ্যবর্তী সুবিধাজনক স্থানে এনে ভাসমান ক্রেনটিকে নোঙর করা হয়। এরপর স্প্যানটিকে তোলা হয় পিলারের উচ্চতায়। রাখা হয় দুই পিলারের বেয়ারিং এর উপর। পরে সফলভাবে সম্পন্ন হয় স্প্যানটি বসানোর কাজ।