Leadঅপরাধ-আদালত

পদোন্নতির ১৩ মাসেই ওসির দায়িত্বে!

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া: ইন্সপেক্টর পদে পদোন্নতির ১৩ মাসেই পেলেন থানা চালানোর দায়িত্ব। অথচ নিয়ম অনুযায়ীই ন্সপেক্টর হওয়ার ৩ বছর পর থানার ওসি’র দায়িত্ব পাওয়ার কথা। তাও প্রথমে ওসি (তদন্ত)। কিন্তু এসবের কোনো তোয়াক্কা করেননি সদ্য বিদায়ী পুলিশ সুপার মো. এহতেশামুল হক।

শুধুমাত্র ওই এসপি’র সঙ্গে রহস্যজনক সুসম্পর্কের কারণেই পদোন্নতির ১৩ মাসের মাথায় বাঞ্ছারামপুর থানার ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন জামিল খান।

এ বিষয়ে বাঞ্ছারামপুর থানার ওসি জামিল খান বলেন, এটা আমার ডিপার্টমেন্টের বিষয়। আপনার বিষয় নয়।

জেলা পুলিশের সূত্র জানায়, গুরুতর কোনো অপরাধ ছাড়া সাধারণত এক-দেড় বছরের আগে বদলি হয় না কর্মকর্তাদের। কিন্তু এখানে এক বছরে ২-৩ বার বদলির মুখে পড়েছেন অফিসাররা। ৩-৫ মাস পরই বদলি। অফিসাররা এক থানা থেকে আরেক থানায় দৌড়ের ওপর থাকায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। ওয়ারেন্ট তামিল নেমে আসে তলানিতে। জেলায় পুলিশের এই পরিস্থিতির জন্য পুলিশ সুপারের পাশাপাশি জেলা ইন্টিলিজেন্স অফিসার (ডিআইও-১) মহিদুল ইসলামকে দায়ী করা হয়। তারা দু’জনেই নীরবে জেলা ছেড়েছেন।

জেলা সদরের একটি নাগরিক কমিটির সভাপতি নাম প্রকাশ না করার অনুরোধে বলেন, গত এক বছর ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ গণবিচ্ছিন্ন ছিল। মাদকের ছড়াছড়ি হয়েছে। অন্য সংস্থা মাদক ধরলেও পুলিশ দিয়েছে লাইন ক্লিয়ার। মামলা বাণিজ্যেও কোটি কোটি টাকা কামাই করেছে। কিন্তু মানুষ চোর-ডাকাতের অত্যাচারে রাতে ঘুমাতে পারেনি। খুনখারাবি লেগেই ছিল।

জেলা আইনজীবী সমিতির সভাপতি আ্যডভোকেট কামরুজ্জামান মামুন বলেন, জেলায় পুলিশের নিষ্ক্রিয়তা ছিল উল্লেখ করার মতো। কোনো কোনো ক্ষেত্রে তারা বেপরোয়াও ছিল। এর প্রমাণ আমার কাছে আছে।

২০২৪ সালের ২২ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার হিসেবে যোগ দেন এহতেশামুল হক। এরপর থেকেই জেলার পুলিশ অন্তর্মুখী হতে শুরু করে। জেলা পুলিশের কর্মকর্তা, থানার ওসি সাধারণের ফোন ধরা বন্ধ করে দেন। এমনকি কোনো ঘটনার বিষয়ে জানতে সাংবাদিকরাও ফোন করতে করতে হয়রান হন। আবার থানার ওসিরা তাদের প্রয়োজনে ফোন করে পেতেন না এসপিকে। এমনকি ডিআইজিও এসপিকে ফোন করে পেতেন না। কোনো অনুষ্ঠানেও যেতেন না পুলিশ সুপার এহতেশামুল হক। জেলা প্রশাসকের সঙ্গে কোনো অনুষ্ঠানে তাকে নিমন্ত্রণ করা হলে তার প্রতিনিধি হিসেবে ইন্সপেক্টরকে পাঠিয়ে দিতেন। এ নিয়ে জেলা প্রশাসনের কর্মকর্তাদের মধ্যেও ছিল ক্ষোভ। জেলার সরকারি-বেসরকারি কোনো অনুষ্ঠানে যেমন একেবারেই যোগ দেননি তেমনি রাষ্ট্রীয় বা জাতীয় অনুষ্ঠানাদিতে যোগদানেও ছিল কার্পণ্য। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, একুশে ফেব্রুয়ারিতে পুষ্পস্তবক অর্পণ করতেন তার অধীনস্থরা। গার্ড অব অনারেও অংশ নিতেন না। এনিয়ে গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়। জেলার আইনশৃঙ্খলার উন্নতিতে দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকলেও নানা কারণে আলোচিত ছিলেন বিদায়ী পুলিশ সুপার।

নারী ভুক্তভোগী সাক্ষাৎ করতে এলে হিজাব পরে ঢুকতে হতো তার কক্ষে। এজন্য একটি হিজাবও কিনে এনে রাখা হয়। অন্যদিকে, শহরের বড় মসজিদের ওজুর ঘাটলা বন্ধ করে দেওয়ার পদক্ষেপ নেন। ঘাটলা বরাবর থানার জায়গায় সীমানা প্রাচীর দিয়ে দেন। এনিয়ে মুসল্লিদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়।

জেলা জামে মসজিদের খতিব সীবগাতুল্লাহ নূর বলেন, তার কাছে আমরা জিম্মি ছিলাম। আলেম-ওলামাদের সঙ্গেও তিনি অসৌজন্যমূলক আচরণ করে গেছেন। জনগণ এবং মসজিদের মুসল্লিদের স্বার্থে আমরা খুব বিনয়ের সঙ্গে ঘাটলাটি খোলা রাখার জন্য দাবি জানিয়েছিলাম। এজন্য জেলার সর্বস্থরের সুধীজনরা এসপি’র সঙ্গে সাক্ষাৎ করেন। কিন্তু তিনি কোনো তোয়াক্কা করেননি। শহরের মেড্ডায় গণপূর্ত বিভাগের জায়গা দখল করে নেয়ার ঘটনাও আলোচিত। সেখানে থাকা ৭০ বছরের পুরনো একটি গাছ কেটে নামমাত্র মূল্যে বিক্রি করে দেওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সা’দ মোহাম্মদ আন্দালিব জানান, আর এস ও সিএস খতিয়ানে জায়গাটি গণপূর্তের নামে লিপিবদ্ধ রয়েছে। ওই জায়গায় তাদের গোডাউনও রয়েছে। শহরের ফুটপাথে বসে ব্যবসা করার জন্য অনেককে জেলে পাঠান। কালীবাড়ী মোড়ে ধনঞ্জয় সাহার দোকানের সামনের সিঁড়িতে পান-সুপারির দোকান উত্তম সাহার। তার ছেলে উদায় সাহাকে দোকান থেকে ধরে নিয়ে যায় পুলিশ ফুটপাথের পাশে সিঁড়িতে বসে ব্যবসা করার কারণে। পরে ১০ হাজার টাকা খরচ করে আদালত থেকে জামিন করিয়ে আনেন।

ট্রাফিক ইন্সপেক্টর মীর আনোয়ারের মাধ্যমে কাগজপত্র রয়েছে এমন গাড়িগুলো ডাম্পিং করার অভিযোগ করেন জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. হানিফ মিয়া বলেন, এসব বিষয়ে পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে কোনো সদুত্তর পাননি। এজন্য ট্রাফিক ইন্সপেক্টরের অপসারণসহ ৭ দফা দাবিতে তারা ২রা ডিসেম্বর লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সাংবাদিক পীযুষ কান্তি আচার্য বলেন, জেলায় পুলিশের এসব অপকর্ম চাপা রাখতেই মূলধারার সাংবাদিকদের এড়িয়ে যাওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button