জেলার খবর
পঞ্চগড়ে বাস-অটোরিক্সা সংঘর্ষ, নিহত ৭।

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভয়ভহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ জনের। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, একটি মিনিবাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, উপজেলার পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের মাগুরমাড়ি চৌরাস্তায় শুক্রবার তেঁতুলিয়াগামী কাজী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ইজিবাইকের ছয় যাত্রী নিহত হন। এর মধ্যে ইজিবাইকের চালকও রয়েছেন। নিহত লোকজনের মধ্য তিনজন নারী ও তিনজন পুরুষ। পরে হাসপাতালে আরো একজনের মৃত্যু হয়।
তবে নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।দুর্ঘটনার পর বাস চালক পালিয়ে যায়।