নারায়ণগঞ্জে পুলিশের অভিযান, ট্রাংকের ভিতর থেকে বেরোলো কোটি টাকা, ইয়াবা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের অভিযানে জব্দ করা হয় ট্রাংকে রাখা এক কোটি পঁচিশ লাখ টাকা ও দুই হাজার পিস ইয়াবা। আটক করা হয় ৩ জনকে। টাকা গুলো হুন্ডির মাধ্যমে পাচারের জন্য রাখা ছিলো বলে পুলিশের ধারণা।
কয়েল ব্যবসায়ী জামাল হোসেন মৃধার বাড়িতে ইয়াবা ট্যাবলেটের চালান আসবে এমন সংবাদে মঙ্গলবার থেকে রূপগঞ্জ এলাকায় নজরদারি শুরু করে পুলিশ। বুধবার ভোরে জামাল হোসেনের ফ্লাটে তল্লাশি শুরু হয়। এ সময় ট্রাংক ও আলমারি থেকে নগদ এক কোটি টাকা পঁচিশ লাখ টাকা উদ্ধার করা হয়। বাড়িটির নিচ তলার অফিসে পাওয়া যায় দুই হাজার পিস ইয়াবা।
অভিযান শেষে পুলিশ সুপার হারুনুর রশীদ সাংবাদিকদের জানান, ব্যবসায়ী জামাল হোসেন মৃধা কয়েল কারখানার মলিক দাবি করলেও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। জব্দ করা টাকারও বৈধ উৎস দেখাতে পারেননি তিনি। কয়েল ব্যবসার আড়ালে তিনি মাদক ব্যবসা করছেন বলেও সন্দেহ করা হচ্ছে।
এ অভিযানে তিন জনকে আটক করা হয়েছে। আর, জামাল কোন জঙ্গী সংগঠনের সাথে যুক্ত কি-না, তা ও খতিয়ে দেখা হবে বলে জানান পুলিশ সুপার।