রাজনীতি
নাইমুর আবরারের মৃত্যুতে দায়ীদের বিচার চেয়ে প্রথম আলো কার্যালয়ের সামনে মানববন্ধন
ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী নাইমুর আবরারের মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে মানববন্ধন করেছে ইসলামি ঐক্যজোট।
বেলা ১১ টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে আবরারের মৃত্যুর ঘটনার প্রতিবাদ এবং দায়িত্বহীনতার জন্য দায়ীদের বিচার দাবী করেন নেতারা। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুশিয়ারিও দেন বক্তারা। কর্মসূচিতে ইসলামি ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, যুগ্ম মহাসচিব আলতাফ হোসেনসহ হেফাজত-ই- ইসলামের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।