Leadশিক্ষা-স্বাস্থ্য

নতুন ধরনের করোনা ছড়াচ্ছে, ঝুঁকিতে বয়স্ক ও রোগীরা

দীর্ঘ সময় সংক্রমণ প্রায় শূন্যের কোটায় থাকলেও মে মাস থেকে বাংলাদেশে আবারও বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। সম্প্রতি দেশে শনাক্ত হয়েছে করোনার নতুন ধরন ‘এক্সএফজে’ ও ‘এক্সএফসি’, যা পূর্ববর্তী ওমিক্রন জেএন. ওয়ান ভ্যারিয়েন্টের উপধরন।

বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ বাড়লেও পরিস্থিতি এখনও ভয়াবহ নয়। তবে স্বাস্থ্যবিধি না মানলে ঝুঁকি বাড়তে পারে, বিশেষ করে বয়স্ক ও জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এপ্রিলে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ২৩ জন, কিন্তু মে মাসে তা বেড়ে দাঁড়ায় ৮৬-তে। গত ৫ জুন করোনায় একজনের মৃত্যুও হয়েছে বলে নিশ্চিত করেছে অধিদপ্তর।

নতুন ধরন ও সতর্কতা
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)-এর ভাইরোলজি বিভাগের প্রধান মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, দেশে বর্তমানে শনাক্ত হওয়া বেশিরভাগ রোগীই ‘এক্সএফজে’ ধরনের করোনায় আক্রান্ত।

তিনি বলেন, “যত নমুনা পরীক্ষা হয়েছে, প্রায় সবাই ‘এক্সএফজে’ ধরনে আক্রান্ত। স্বাস্থ্যবিধি না মানলে এটি দ্রুত ছড়িয়ে পড়তে পারে।”

এছাড়া ভারতের বিভিন্ন অঞ্চলে দ্রুত সংক্রমণক্ষম এনবি ওয়ান. এইট. ওয়ান নামে আরেকটি নতুন ধরন ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, মে মাসের মধ্যে বিশ্বের ২২টি দেশে এই ধরন শনাক্ত হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ২ শতাংশ বেশি বৃদ্ধি পেয়েছে।

টিকা নেওয়ার প্রতি অনাগ্রহ, উদ্বেগ বাড়ছে
বর্তমানে দেশে টিকা নেওয়ার হার আশঙ্কাজনকভাবে কমে গেছে। জানুয়ারি থেকে মার্চ—এই তিন মাসে মাত্র ৪৩ জন মানুষ করোনা টিকা নিয়েছেন, যাদের বেশিরভাগই বিদেশগামী।

অথচ বিশেষজ্ঞরা বলছেন, এখনই বয়স্ক, রোগপ্রবণ ও স্বাস্থ্যকর্মীদের জন্য টিকা নেওয়া অত্যন্ত জরুরি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন বলেন, ‘শুধু টিকা নয়, স্বাস্থ্যবিধি—বিশেষত হাত ধোয়া ও মাস্ক পরার অভ্যাস—আবার ফিরিয়ে আনতে হবে।’

সরকার প্রস্তুত, কিন্তু প্রচার দুর্বল
সরকারের হাতে পর্যাপ্ত টিকা মজুত আছে বলে জানিয়েছেন সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) প্রোগ্রাম ম্যানেজার এ এফ এম শাহাবুদ্দিন খান। তবে তার কথায়, ‘টিকা আছে, কিন্তু নিতে চায় না কেউ। প্রচারের জন্য প্রয়োজনীয় অর্থও আমাদের নেই।’

গত ২২ এপ্রিল এক সরকারি বৈঠকে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে টিকার আওতায় আনার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে ৬০ বছরের বেশি বয়সী, অল্প রোগ প্রতিরোধক্ষমতাসম্পন্ন ব্যক্তি, গর্ভবতী নারী, স্বাস্থ্যকর্মী এবং বিভিন্ন রোগে আক্রান্তদের দ্রুত টিকা দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।

ডেঙ্গু ও ডায়রিয়ার পাশাপাশি করোনা: নতুন চাপ স্বাস্থ্যখাতে
এরই মধ্যে ডেঙ্গু ও ডায়রিয়ার প্রকোপে দেশের স্বাস্থ্য খাত চাপে রয়েছে। এর সঙ্গে নতুন করে করোনার বিস্তার উদ্বেগ বাড়াচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, কিট সংকট ও প্রস্তুতির অভাবে করোনা পরিস্থিতি মোকাবিলায় বাড়তি চ্যালেঞ্জ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এখনই সময় সচেতন হওয়ার। নয়তো আগের অভিজ্ঞতা আবারও তাড়া করে ফিরতে পারে।

Related Articles

Leave a Reply

Back to top button