Leadএনএনবি বিশেষরাজকূট

নতুন করে উজ্জীবিত বিএনপি

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মাতৃভূমির টানে দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বদেশে প্রত্যাবর্তন উপলক্ষে পেয়েছেন রাজসিক সংবর্ধনাও।

তার প্রত্যাবর্তনের মাধ্যমে রাজনীতিতেও নতুন গতিধারা সূচিত হয়েছে। এতে নির্বাচন নিয়ে যে সংশয়-সন্দেহ ছিল তা কেটে গেছে। সব রাজনৈতিক দল নির্বাচনমুখী হয়ে উঠেছে। বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা নতুন রূপে উজ্জীবিত হয়েছেন।

উজ্জীবত তৃণমূলের নেতারা:
দীর্ঘদিন ধরে বিএনপির প্রধান নেতৃত্বের বাংলাদেশে সরাসরি অনুপস্থিতিজনিত যে শূন্যতা তৃণমূলে অনুভূত হচ্ছিল, তারেক রহমানের দেশে ফেরার মধ্য দিয়ে সেটি কেটে গেছে।

তারা ঢাকা থেকে উজ্জীবিত হয়ে এলাকায় ফিরেছেন। নেতা-কর্মীদের এই উদ্দীপনা ভোটের মাঠে বড় সহায়ক ভূমিকা রাখবে এমন প্রত্যাশা বিএনপির ভেতরে এখন জোরালো।

তারেক রহমানকে দেওয়া বিশাল গণজমায়েতে জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীরাও বেশ উচ্ছ্বসিত। ইতোমধ্যে প্রার্থীদের বেশির ভাগ যার যার নির্বাচনী এলাকায় ফিরে গেছেন। তারা এখন নতুন উদ্যমে কাজ করছেন।

জাতীয় নির্বাচনে দৃষ্টি নেতাকর্মীদের:
তারেক রহমানের প্রত্যাবর্তন বিএনপির ভেতরে নতুন করে গতি এনেছে। মাঠপর্যায়ে নেতা-কর্মীদের সক্রিয়তা বেড়েছে অনেক গুন। ভোটের প্রচারেও যোগ হয়েছে নতুন মাত্রা। দলটির এখন নজর শুধু জাতীয় নির্বাচনের দিকে।

এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা বাংলাদেশের রাজনীতিতে একটি ইতিবাচক পরিবর্তনের বার্তা নিয়ে এসেছে।

এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আশার সঞ্চার হয়েছে। তার এই প্রত্যাবর্তন ছিল অভূতপূর্ব। দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাকে সংবর্ধনা জানিয়েছেন। এখনো সবাই আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করছেন।

আসন চূড়ান্ত করে মাঠে নামবে বিএনপি:
এদিকে, মনোনয়নপত্র দাখিল করাসহ কিছু আনুষ্ঠানিকতা শেষ করেই নির্বাচনের পূর্ণ প্রস্তুতিতে মনোযোগ দেবেন তারেক রহমান। এরপর দলীয় এবং সমমনা প্রার্থীদের নির্বাচনী প্রচারে তার যুক্ত হওয়ার কথা রয়েছে।

বিএনপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে- এখনো ১৫টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা বাকি রয়েছে। আজ বা আগামীকালের মধ্যে এসব আসনের প্রার্থী চূড়ান্ত করে ঘোষণা দেওয়া হবে। এ কাজগুলো দ্রুত শেষ করেই ভোটের মাঠে নামতে চায় বিএনপি।

নিরাপদ বাংলাদেশ গড়ার ডাক বিএনপির:
‘আমরা নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন নারী, পুরুষ, শিশু যেই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হলে, যেন নিরাপদে ফিরতে পারে। আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার।

এদেশে পাহাড়ের, সমতলের, মুসলমান, হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান সবাই আছে।’ রাজধানীর পূর্বাচলে গণসংবর্ধনায় দেওয়া বক্তব্যে এ কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দেশের জন্য তারেক রহমানের পরিকল্পনা:
গণসংবর্ধনায় ‘আই হ্যাভ অ্যা প্ল্যান ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি’ বলে বিশেষ উক্তি করেন তারেক রহমান, যা ইতোমধ্যে সারাদেশে আলোচনার বিষয় হয়ে উঠেছে। দেশের মানুষের জন্য, দেশের জন্য তার সেই প্ল্যান (পরিকল্পনা) বাস্তবায়নে সবার সহযোগিতাও চেয়েছেন তিনি।

বিএনপির নেতারা বলছেন, এই পরিকল্পনার লক্ষ্য হলো- রাষ্ট্র পরিচালনায় কাঠামোগত সংস্কার, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনজীবনের মৌলিক সংকট মোকাবিলা। নির্বাচন সামনে রেখে দলীয় একাধিক অনুষ্ঠানে ইতোমধ্যে তারেক রহমান জনকল্যাণকেন্দ্রিক আট দফা পরিকল্পনা তুলে ধরেছেন।

এই পরিকল্পনায় সরাসরি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। যেমন সবার জন্য স্বাস্থ্য কার্ড চালু করে স্বল্প ও বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করা, কৃষকদের জন্য কৃষি কার্ড প্রবর্তনের মাধ্যমে সার-বীজ-সহায়তা সহজ করা এবং ন্যায্যমূল্যে ফসল বিক্রির নিশ্চয়তা। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষাব্যবস্থার সংস্কার ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণের প্রতিশ্রুতিও রয়েছে।

বিএনপির ভাষ্য, এসব দফা শুধু নির্বাচনী অঙ্গীকার নয়, বরং ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার রূপরেখা। নির্বাচনী মাঠে তারেক রহমানের এই পরিকল্পনা তারা ভোটারদের কাছে তুলে ধরবেন।

Related Articles

Leave a Reply

Back to top button