বিনোদুনিয়া

‘ধুরন্ধর’ ৩ দিনেই স্পর্শ ১০০ কোটি রুপির মালাইফলক

শুক্রবার (৫ ডিসেম্বর) আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুক্তির পরই বক্স অফিসে দারুণ শুরু করেছে স্পাই-অ্যাকশন থ্রিলার সিনেমাটি। মুক্তির প্রথম দিনেই ২৮ কোটি রুপি আয় করে চমকে দিয়েছিল, পরের দুই দিনেও সেই যাত্রা অব্যাহত আছে।

রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ বক্স অফিসে দাপট দেখাচ্ছে। এই স্পাই থ্রিলার ঘিরে একজন র এজেন্টের গোপন মিশন নিয়েই এগিয়েছে।

প্রথম দিনে সিনেমাটি আয় করেছে ২৮ কোটি রুপি। শনিবার ও রবিবার (৬ ও ৭ ডিসেম্বর) আয় দাঁড়ায় যথাক্রমে ৩২ কোটি ও ৪৩ কোটি রুপি। সব মিলিয়ে ভারতের নেট আয় এখন ১০৩ কোটি রুপি। মুক্তির মাত্র তিন দিনেই ১০০ কোটি রুপির মালাইফলক স্পর্শ করল সিনেমাটি।

শনিবারের তুলনায় রবিবার ভারতের ছুটির দিনে সিনেমাটির আয় বেড়েছে উল্লেখযোগ্যভাবে—৩৪ দশমিক ৩৮ শতাংশ। শুধু দেশেই নয়, বিদেশেও ভালো ব্যবসা করছে ‘ধুরন্ধর’ ভারতের বাইরে আয় হয়েছে আরও ২১ কোটি রুপি।
অনুমান ছাড়িয়ে গেল ‘ধুরন্ধর’ বাণিজ্যবিশেষজ্ঞরা অনুমান করেছিলেন প্রথম দিনে আয় হবে ১৫ থেকে ১৮ কোটি রুপির মধ্যে। কিন্তু ‘ধুরন্ধর’ সেই পূর্বাভাসকে ছাড়িয়ে গিয়ে ২৮ কোটি রুপি দিয়ে শুরু করেছিল। চলতি বছরের শুরুতে লক্ষ্মণ উতেকরের ‘ছাবা’ আয় করেছিল ৩১ কোটি রুপি।

Related Articles

Leave a Reply

Back to top button