দেশজুড়ে মোবাইল নেটওয়ার্কে বিপর্যয়, পাঁচ হাজারের বেশি সাইট ডাউন

নিম্নচাপের প্রভাবে সৃষ্ট ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের কারণে দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে, যার ফলে টেলিযোগাযোগ সেবাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
শুক্রবার (৩০ মে) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
তিনি জানান, টানা ভারী বৃষ্টিপাতে দেশের বহু টেলিকম সাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে ইতোমধ্যে পাঁচ হাজারেরও বেশি সাইট বন্ধ হয়ে গেছে। ফলে দেশের একটি বড় অংশে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবায় ব্যাঘাত ঘটছে।
ফয়েজ আহমদ তৈয়্যব আরও জানান, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে রয়েছে বরিশাল, সিলেট দক্ষিণ, টাঙ্গাইল, চাঁদপুর, ময়মনসিংহ, ঢাকা উত্তর, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম দক্ষিণ।
বর্তমানে দেশের মোট ৪৪ শতাংশ টেলিকম মেইনস বিকল হয়ে আছে, আর সচল রয়েছে ৬৪ দশমিক ২ শতাংশ সাইট। অবশিষ্ট ৩৫ দশমিক ৮ শতাংশ সাইট সম্পূর্ণ ডাউন রয়েছে বলে জানান তিনি।
এ অবস্থায় জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৬২৪টি পোর্টেবল জেনারেটর ইতোমধ্যে বিভিন্ন সাইটে সংযুক্ত করা হয়েছে এবং আরও ৫০৪টি জেনারেটর পৌঁছানোর পথে রয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক করতে টেলিযোগাযোগ ও পল্লী বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার কর্মীরা দিনরাত কাজ করে যাচ্ছেন বলেও জানান ফয়েজ আহমদ তৈয়্যব।