রাজনীতি

দুর্নীতির মামলায় বিএনপি নেতা মীর নাসির ও তার ছেলের দণ্ড হাইকোর্টে বহাল

দুর্নীতি মামলায় সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা মীর মোহাম্মদ নাসির উদ্দিনের ১৩ বছর ও তার ছেলে ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনের ৩ বছরের কারাদণ্ডের রায় বহাল রেখেছেন হাইকোর্ট। বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ও বিচারপতি ফাতেমা নজীবের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রায়ের কপি পাওয়ার তিন মাসের মধ্যে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে।
২০০৭ সালের ৬ মার্চ তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে বিএনপি নেতা মীর মোহাম্মদ নাসির উদ্দির ও তার ছেলে মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের বিরুদ্ধ গুলশান থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন।
মামলার রায়ে মীর নাসিরকে ১৩ বছর এবং মীর হেলালকে ৩ বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আলাদা দুটি আপিল করলে ২০১০ সালে দুইজনেরই সাজা বাতিল করে রায় দেন হাইকোর্ট।
তবে রায় বাতিল চেয়ে দুদক আপিল করলে পুনরায় হাইকোর্টে শুনানির জন্য নির্দেশ দেন আপিল বিভাগ।
এরই ধারাবাহিকতায় হাইকোর্ট বিচারিক আদালতের দেয়া দণ্ড বহাল রাখেন।
এই রায়ের বিরুদ্ধে আপিলের কথা জানিয়েছেন মীর নাসির উদ্দনের ছেলে মীর হেলাল।

Related Articles

Leave a Reply

Back to top button