জাতীয়

দুর্নীতিবাজদের আবারও হুশিয়ার করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতিবাজ যে-ই হোক, যত শক্তিশালীই হোক না কেন তাদের ছাড় দেওয়া হবে না বলে আবারো হুশিয়ার করে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের নেতৃত্বাধীন টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের বর্ষপূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এই হুশিয়ারী উচ্চারণ করেন।

প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে । আমি আবারও সবাইকে সতর্ক করে দিতে চাই।

প্রধানমন্ত্রী আরও বলেন, গত বছর সরকার গঠনের পর জাতির উদ্দেশে ভাষণে আমি দুর্নীতির সঙ্গে জড়িতদের শোধরানোর আহ্বান জানিয়েছিলাম। আমি সাধারণ মানুষের জন্য কাজ করি। মানুষের কল্যাণের জন্য আমি যে কোন পদক্ষেপ করতে দ্বিধা করবো না।

তিনি বলেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। আমি আবারও সবাইকে সতর্ক করে দিতে চাই দুর্নীতিবাজ যে-ই হোক, যত শক্তিশালীই হোক না কেন তাদের ছাড় দেওয়া হবে না

Related Articles

Leave a Reply

Back to top button