দুদকে জি কে শামীমের রিমান্ড।
অবৈধ সম্পদ অর্জনের মামলায় টেন্ডারবাজ এস এম গোলাম কিবরিয়া (জি কে) শামীমকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন- দুদক।
রোববার দুপুর সোয়া ২টার দিকে হাতকড়া পরিয়ে শামীমকে কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মাইক্রোবাসে করে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আনা হয়।
দুপুর ২টা থেকে পরিচালক ইকবাল হোসেনের নেতৃত্বে একটি দল তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে।
দিনের জিজ্ঞাসাবাদ শেষে শামীমকে রমনা থানায় নিয়ে রাখা হবে। হেফাজতের বাকি ছয়দিন রমনা থানা থেকে দুদক কার্যালয়ে এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
গত ২৭ অক্টোবর দুদকের আবেদেনে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আল মামুন সাতদিন হেফাজতে রেখে শামীমকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
যুবলীগ নেতা পরিচয়ে ঠিকাদারি ব্যবসা করে আসা জি কে শামীমকে আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ড চেয়েছিল দুদক।
দুই মামলাতেই দুদকের পক্ষে রিমান্ড শুনানি করেন দুদক আইনজীবী মোশাররফ হোসেন কাজল।