জেলার খবর

দিরাইয়ের তুহিন হত্যাকাণ্ডে মামলা।

শামীমা দোলা

সুনামগঞ্জের দিরাইয়ে পাঁচ বছরের শিশু তুহিন হাসান হত্যাকাণ্ডে মামলা হয়েছে। মঙ্গলবার ভোরে তুহিনের মা বাদী হয়ে ১০ জনকে আসামি করে দিরাই থানায় হত্যা মামলা দায়ের করেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তবে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের নাম এখনও জানা যায়নি।
গত রোববার রাতে সুনামগঞ্জের দিরাইয়ে রাতের আঁধারে ঘর থেকে তুলে নিয়ে পাঁচ বছরের শিশু তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়। ঘাতকরা তার লাশ রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে। এ সময় তুহিনের শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল। তার পেটে দুটি ছুরি ঢোকানো ছিল, দুটি কানসহ শরীরের বিভিন্ন অঙ্গ কেটে ফেলা হয়।
খবর পেয়ে সোমবার সকালে জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান , সিআইডি ও ডিবি কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
জিজ্ঞাসাবাদের জন্য নিহতের বাবা ও তার তিন চাচাসহ কয়েকজনকে থানায় আনা হয়।
এদের মধ্যে কয়েকজন হত্যাকাণ্ডে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Back to top button