Leadঅপরাধ-আদালতজেলার খবরময়মনসিংহ

ত্রিশালে বন্ধুকে খুনের পর থানায় গিয়ে আত্মসমর্পণ

রক্তমাখা কুড়াল হাতে থানায় এসে জানালেন তিনি তার বন্ধুকে হত্যা করেছেন। পুলিশ তখনই তাকে আটক করে এবং তার দেখানো স্থানে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহের ত্রিশালে।

নিহতের নাম মুনতাসীর ফাহিম (২২)। তিনি ত্রিশাল ইউনিয়নের চিকনা মনোহর গ্রামের রেজাউল ইসলাম বাদল মিয়ার ছেলে। আর হত্যাকারী বন্ধু হলেন অনিক ত্রিশাল পৌরসভার দরিরামপুর এলাকার জহিরুল ইসলামের ছেলে। ময়মনসিংহের ত্রিশাল সরকারি নজরুল একাডেমি মাঠে নামে বন্ধুকে কপিয়ে হত্যা করেন অনিক।

স্থানীয়দের বরাত দিয়ে ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদ জানান, নজরুল একাডেমির ভোকেশনাল শাখার দক্ষিণ পাশে পানির ট্যাংকের কাছে চায়নিজ কুড়াল দিয়ে ফাহিমের ওপর হামলা চালান অনিক। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি বলেন, রাত ৯টার দিকে রক্তমাখা কুড়াল হাতে থানায় এসে অনিক জানান, তিনি তার বন্ধু ফাহিমকে হত্যা করেছেন। পুলিশ তখনই তাকে আটক করে এবং তার দেখানো স্থানে গিয়ে ফাহিমের মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, ব্যক্তিগত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আটক অনিককে জিজ্ঞাসাবাদ চলছে।

নিহত ফাহিমের পরিবার জানায়, তিনি মালয়েশিয়ার একটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন। চার মাস আগে ছুটিতে দেশে আসেন। দ্রুত তার মালয়েশিয়ায় ফেরার কথা ছিল। তারা অভিযোগ করেন, অনিক পরিকল্পনা করে ফাহিমকে হত্যা করেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button