তেলক্ষেত্রে হামলা ইরানের বিরুদ্ধে সৌদি আরবের প্রমাণ।
এবার তেলক্ষেত্রে হামলার ইস্যুতে ইরানের বিরুদ্ধে প্রমাণ হাজির করলো সৌদি আরব। হামলায় ব্যবহৃত ড্রোন ও মিসাইল ইয়েমেন থেকে পরিচালনা করা সম্ভব নয় বলে দাবি তাদের। শুরুতে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দায় স্বীকার করলেও যুক্তরাষ্ট্রের দাবি ইরান হামলা চালিয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করে আসছে ইরান। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সাথে বৈঠক করেছে সৌদি যুবরাজ সালমান।
সৌদি আরবের তেলেক্ষেত্রে হামলার বেশ কয়েকদিন পার হলেও এখনো কে হামলা করেছে তা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব কাটছে না। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দায় স্বীকার করলেও যুক্তরাষ্ট্রের দাবি হামলা চালিয়েছে ইরান।
এবার ড্রোন আর মিসাইলের ধ্বংসাবশেষ নিয়ে প্রমাণ হাজির করলো সৌদি আরব। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আল মালকি জানান, হামলায় মোট ১৮টি ড্রোন ও ৭টি স্বল্প পাল্লার মিসাইল ব্যবহার করা হয়েছে। মিসাইলগুলোর রেঞ্জ ৭শ কিলোমিটার জানিয়ে মুখপাত্র বলেন, এগুলো কখনোই ইয়েমেন থেকে ছোঁড়া সম্ভব নয়।
ড্রোনগুলো উত্তর দিকে থেকে উড়ে এসেছে বলে দাবি করেন তিনি। এর আগে যুক্তরাষ্ট্রও স্যাটেলাইট ছবি প্রকাশ করে একই দাবি করেছিলো। অথচ ইয়েমেনের অবস্থান সৌদি আরবের দক্ষিণে।
তবে শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছে ইরান। তাদের দাবি, মধ্যপ্রাচ্যকে অশান্ত করে তুলতেই এমন অভিযোগ করছে তারা।