Leadআন্তর্জাতিক

তিন দশক পর পরমাণু অস্ত্র পরীক্ষা শুরুর ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঘোষণা দিয়েছেন যে, প্রতিদ্বন্দ্বী দেশগুলোর পদক্ষেপের জবাবে যুক্তরাষ্ট্র আবারও পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করতে পারে। এই ঘোষণাটি তিনি দেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের ঠিক আগে। এক প্রতিবেদনে এ তথ্য জানায় সিএনএন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প লেখেন, “যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের যেকোনো দেশের চেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে। রাশিয়া দ্বিতীয় এবং চীন অনেক পেছনে আছে, তবে পাঁচ বছরের মধ্যে তারা সমান পর্যায়ে পৌঁছে যাবে।”

তিনি আরও বলেন, “অন্যান্য দেশের পরীক্ষামূলক কর্মসূচির কারণে আমি প্রতিরক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছি যেন তারা সমানভাবে আমাদের পারমাণবিক অস্ত্র পরীক্ষার কাজ শুরু করে। এই প্রক্রিয়া অবিলম্বে শুরু হবে।”

এই মন্তব্য যুক্তরাষ্ট্রের পারমাণবিক নীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কারণ যুক্তরাষ্ট্রের কংগ্রেস গ্রন্থাগারের তথ্য অনুযায়ী ১৯৯২ সাল থেকে দেশটি স্বেচ্ছায় পারমাণবিক বিস্ফোরণমূলক পরীক্ষায় বিরতি পালন করে আসছে।

ট্রাম্পের প্রথম মেয়াদে তার প্রশাসন বলেছিল, “বর্তমানে কোনো পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালানোর পরিকল্পনা নেই।”

১৯৯৬ সালে চীনের পর থেকে বিশ্বের কোনো বড় পারমাণবিক শক্তিধর দেশ – যুক্তরাষ্ট্র, রাশিয়া কিংবা চীন – কেউই পারমাণবিক পরীক্ষা চালায়নি। রাশিয়ার সর্বশেষ পারমাণবিক পরীক্ষা হয় ১৯৯০ সালে, আর যুক্তরাষ্ট্রের শেষ পরীক্ষা হয় ১৯৯২ সালে।

বিশ্বে সর্বশেষ পারমাণবিক পরীক্ষা চালায় উত্তর কোরিয়া, ২০১৭ সালে। তবে প্রধান পারমাণবিক শক্তিধর দেশগুলো এখনো তাদের অস্ত্র বহনের প্রযুক্তি ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উন্নত ও পরীক্ষার কাজ চালিয়ে যাচ্ছে।

ট্রাম্পের এই ঘোষণা আসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বক্তব্যের পরপরই, যেখানে তিনি দাবি করেন রাশিয়া সফলভাবে তার পারমাণবিকচালিত বুরেভেস্টনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করেছে।

অন্যদিকে উত্তর কোরিয়া সম্প্রতি একাধিক ক্রুজ মিসাইলের পরীক্ষা চালিয়ে জানায়, তারা তাদের “পারমাণবিক যুদ্ধ প্রস্তুতি” আরও জোরদার করছে।

এদিকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী সেপ্টেম্বরে চারটি পারমাণবিক সক্ষম ট্রাইডেন্ট ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করে।

চীন গত কয়েক বছরে অন্তত তিনটি নতুন ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র নির্মাণ করেছে এবং ২০২৪ সালে প্রশান্ত মহাসাগরে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল (আইসিবিএম) পরীক্ষা চালায়।

সিএনএন ২০২৩ সালে প্রকাশ করেছিল যে, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন — তিন দেশই তাদের পারমাণবিক পরীক্ষাকেন্দ্রগুলোতে নতুন স্থাপনা নির্মাণ ও টানেল খননের কাজ চালিয়ে যাচ্ছে, যা স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে।

জেমস মার্টিন সেন্টার ফর ননপ্রলিফারেশন স্টাডিজ-এর অধ্যাপক জেফ্রি লুইস তখন সিএনএনকে বলেছিলেন, “আমরা যে সব সংকেত পাচ্ছি, তাতে মনে হচ্ছে রাশিয়া, চীন এবং যুক্তরাষ্ট্র — তিন দেশই আবার পারমাণবিক পরীক্ষা শুরু করতে পারে।”

Related Articles

Leave a Reply

Back to top button