Leadবিনোদুনিয়া

তিন দশক পরও আলোচনায় তাবু-নাগার্জুন

দশকের পর দশক পেরিয়ে গেলেও দক্ষিণী সুপারস্টার নাগার্জুন ও বলিউড অভিনেত্রী তাবুর সম্পর্ক নিয়ে আলোচনা থামেনি। নব্বইয়ের দশকে একে অপরের প্রেমে হাবুডুবু খেয়েছিলেন এই দুই তারকা।

এমনকি নাগার্জুনের টানে নাকি মুম্বাই ছেড়ে হায়দরাবাদেও পাড়ি জমিয়েছিলেন তাবু। প্রায় এক দশক ধরে তাদের সম্পর্ক চললেও শেষপর্যন্ত সেই সম্পর্ক পরিণতি পায়নি। কারণ, তখন নাগার্জুন বিবাহিত ছিলেন অভিনেত্রী অমলা আক্কিনেনির সঙ্গে।

তাবু নাকি চেয়েছিলেন নাগার্জুন তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করুক। এ আশায় তিনি দীর্ঘ দশ বছর অপেক্ষাও করেন। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বুঝে যান, নাগার্জুনের পক্ষেই সেই সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।

এরপর মন ভেঙে মুম্বাই ফিরে আসেন তাবু। যদিও সম্পর্ক ভাঙলেও এখনও নাগার্জুনকে মন থেকে মুছতে পারেননি এই অভিনেত্রী।

১৯৯৮ সালে মুক্তি পাওয়া তেলুগু ছবি ‘আভিড়া মা আভিড়ে’-র শুটিংয়ের সময়ই নাকি নাগার্জুনের সঙ্গে তাবুর সম্পর্ক গড়ে ওঠে। তার আগে পরিচালক সাজিদ নাদিয়াওয়ালার সঙ্গেও তাবুর সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল।

দিব্যা ভারতীর মৃত্যুর পর তাবুকে বিয়ে করার কথাও নাকি ভেবেছিলেন সাজিদ। কিন্তু পরে তাবু মন দেন নাগার্জুনকেই।

‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে নাগার্জুনকে নিয়ে প্রশ্ন করা হলে তাবু বলেন, ‘জীবনে অনেকেই এসেছে, আবার চলে গিয়েছে। কিন্তু নাগার্জুন আমার অন্যতম কাছের মানুষ। তিনি আমার খুব ভালো বন্ধু।’

এদিকে, দীর্ঘ সময় ধরে স্বামীর সঙ্গে তাবুর সম্পর্কের গুঞ্জন চললেও মুখ খোলেননি অমলা। তবে তাবু হায়দরাবাদ থেকে মুম্বাই ফিরে যাওয়ার পর প্রথমবার এই প্রসঙ্গে কথা বলেন তিনি।

অমলা বলেন, ‘তাবুর সঙ্গে যোগাযোগ আছে। আমি জীবনে খুবই সুখী। আমার সংসার আমার কাছে মন্দিরের মতো। আমি চাই না, এ ধরনের গুজব আমাদের পরিবারকে স্পর্শ করুক।’

আজও বলিউডপাড়ায় নাগার্জুন-তাবুর সেই অতীত প্রেম নিয়ে আলোচনা হয়। নাগার্জুন অমলার সঙ্গেই বিবাহিত জীবনে আবদ্ধ আর প্রায় ৫০ বছর বয়সী তাবু এখনো অবিবাহিত।

Related Articles

Leave a Reply

Back to top button