
ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত আলোচিত ছবি ‘তাণ্ডব’ টাঙ্গাইলের কালিহাতীতে প্রদর্শনের আয়োজন করেও শেষ পর্যন্ত বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন আয়োজকরা। স্থানীয় ওলামা পরিষদের আপত্তি ও ‘নিরাপত্তাহীনতা’ দেখিয়ে প্রদর্শনী বন্ধের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পরিচালক আশফাক নিপুণ। তিনি সরাসরি সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।
কালিহাতীর আউলিয়াবাদ এলাকার একটি জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে ১০ দিনের জন্য ভাড়া নিয়ে সিনেমাটি প্রদর্শনের উদ্যোগ নেন কামরুজ্জামান সাইফুল ও সাজু মেহেদী। ঈদের দিন থেকেই সিনেমাটি প্রদর্শন শুরু হলেও মঙ্গলবার (১০ জুন) থেকে ‘নিরাপত্তার অভাবে’ বন্ধ করে দেওয়া হয়।
তবে এর আগে ৬ জুন বাদ আছর পারখী ইউনিয়ন ওলামা পরিষদ একটি বিক্ষোভ মিছিল বের করে এবং প্রদর্শনী বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত আবেদন জমা দেয়। ওলামা পরিষদের এক নেতা আবদুল্লাহ বলেন, “মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রভাব পড়তে পারে এবং অসামাজিক কার্যকলাপের আশঙ্কা রয়েছে।”
সিনেমা প্রদর্শনী বন্ধ হওয়ার খবর ফেইসবুকে পোস্ট করে পরিচালক আশফাক নিপুণ লেখেন, “অতি সম্প্রতি তৌহিদি জনতার হুমকির কারণে টাঙ্গাইলের কালিহাতীতে ‘তাণ্ডব’ সিনেমা প্রদর্শন বন্ধ, সিলেটে পর্যটনকেন্দ্র বন্ধ আর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আপনি এখনো পড়ে আছেন চট্টগ্রাম বন্দর নিয়ে?”
তিনি আরও লেখেন, “মব নিয়ন্ত্রণের ব্যাপারে কবে আসবে আপনার পক্ষ থেকে কোনো দৃঢ় ঘোষণা? অবিলম্বে কালিহাতীতে ‘তাণ্ডব’ প্রদর্শনের ব্যবস্থা করুন, মবের উল্লম্ফন বন্ধ করুন। গত ১০ মাসে না পারলেও, পরের ১০ মাসের প্রধান কাজ হোক এটা।”
আয়োজক মেহেদী বলেন, “হল সাজাতে এসি সার্ভিসিং, পোস্টার ছাপানো, মাইকিং, স্বেচ্ছাসেবক—সব মিলিয়ে ৯ লাখ টাকার বেশি খরচ করেছি। অথচ সাড়া পাওয়ার পরও মাত্র আড়াই দিন চালাতে পেরেছি।”
সাইফুল বলেন, “আমরা বল্লা, পারখী, বীরবাসিন্দা এলাকার দর্শক না পেলেও সখীপুর ও মির্জাপুর থেকে ভালো দর্শক পাচ্ছিলাম। কিন্তু এখন ভয় ও হুমকির কারণে বন্ধ করে দিতে হয়েছে।” প্রচারণাতেও বাঁধা দেওয়ার অভিযোগ করেছেন তারা। “মাইকিং করতে দেয়নি, পোস্টার লাগাতে বাধা দিয়েছে,” বলেন মেহেদী।
প্রশাসনের বক্তব্য: কেউ দেখাতে নিষেধ করেনি? কালিহাতী থানার ওসি জাকির হোসেন বলেন, ‘হুজুররা লোকজনকে বলেছেন সিনেমাটি ইসলামবিরোধী, তাই না দেখতে বলেছেন। তবে আমি কারো প্রদর্শনী বন্ধ করতে বলিনি। আয়োজকদের খরচ বেশি ও আয় কম হওয়াতেই বন্ধ হতে পারে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম ছুটিতে থাকায় সরাসরি পদক্ষেপ নেওয়া হয়নি বলেও জানিয়েছেন।
এদিকে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন, ‘শর্ত ছিল, আইনশৃঙ্খলা বিঘ্নিত হলে প্রদর্শনী বন্ধ করতে হবে। গোয়েন্দা তদন্ত শেষে অনুমতি দিয়েছিলাম।’
পরিচালক রায়হান রাফীর নতুন চলচ্চিত্র ‘তাণ্ডব’—যেখানে ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান ও জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান একসঙ্গে অভিনয় করেছেন। আরও আছেন সাবিলা নূর, রোজী সিদ্দিকি, আফজাল হোসেন, গাজী রাকায়েত, শহিদুজ্জামান সেলিম, সালাহউদ্দিন লাভলুসহ আরও অনেকে। সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত এই ছবিটি ঈদুল আজহায় মুক্তি পায় দেশের প্রেক্ষাগৃহে।
সিনেমা নিয়ে মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু আইনগত অনুমতি থাকা সত্ত্বেও জনমত বা ধর্মীয় নেতাদের চাপে প্রদর্শনী বন্ধ হওয়া প্রশ্ন তুলছে সাংস্কৃতিক স্বাধীনতা ও শিল্পের স্বাধীনতা নিয়ে।
এই ঘটনাকে কেন্দ্র করে আবারও সামনে চলে এসেছে প্রশ্ন—বাংলাদেশে সিনেমা চালানো কি কেবল ব্যবসার ঝুঁকি, নাকি এখন নিরাপত্তার ঝুঁকিও?