ঢাকা সেনানিবাসের একটি ভবন কে সাময়িক ভাবে কারাগার ঘোষণা করা হয়েছে
ঢাকা সেনানিবাসের একটি ভবন কে সাময়িক ভাবে কারাগার ঘোষণা করা হয়েছে।গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়েছে।
প্রঙাপনে বলা হয়, ঢাকা সেনানিবাসের বাসার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত ‘ এম ই এস বিল্ডিং নম্বর – ৫৪ ‘কে সাময়িক ভাবে কারাগার ঘোষণা করা হয়েছে।’যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ দেয়া হলো।
বিগত আওয়ামী লীগের শাসনামলে ১৫ বছরে গুম নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় এবং জুলাই গনঅভ্যুত্থানের সময় হত্যাকান্ডের ঘটনায় করা একটি মামলায় মোট ২৫ জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে ৮ অক্টোবর গ্রেফতারী পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।সেই দিন ই এই তিন মামলায় ট্রাইব্যুনালে চার্জ ও আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছিল প্রসিকিউশন।
এরপর গত শনিবার বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় ১৫ কর্মকর্তাকে সেনা হেফাজতে নেয়া হয়েছে। তাদের মধ্যে ১৪ বর্তমান সেনা কর্মকর্তা।আর একজন অবসর প্রস্তুতি জুটিতে আছেন।
এমন আলোচনার মাঝে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রঙাপন জারি করে বাংলাদেশে সেনানিবাসের একটি ভবন কে সাময়িক ভাবে কারাগার ঘোষণা করা হয়েছে।তবে এই কারাগারে কাদের রাখা হবে প্রঙাপনে বলা হয়নি।



