রাজনীতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল কর্মীদের ওপর হামলার অভিযোগ।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের কর্মীদের ওপর ছাত্রলীগকর্মীদের হামলায় অন্তত সাতজন আহত হয়েছে।দুপুরে বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বর, দোয়েল চত্বর ও টিএসসিতে কয়েক দফার হামলার সময় তিন সাংবাদিকও আক্রান্ত হয়েছেন।আহতরা হলেন- ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ন সাধারণ সম্পাদক শাহনেওয়াজ, জিয়াউর রহমান হলের সদস্য কামরুল ইসলাম, বঙ্গবন্ধু হলের যুগ্ন আহ্বায়ক খোরশেদ আলম সোহেল, সূর্যসেন হলের যুগ্ন আহ্বায়ক ফিরোজ মাসুম, বিশ্ববিদ্যালয় শাখার সহ সাংগঠনিক সম্পাদক মাহবুব শাহিন, কবি নজরুল কলেজের ফাহিম ও ঢাকা কলেজের নয়ন। আহতরা ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন।সংবাদ সংগ্রহের সময় হামলার শিকার তিন সাংবাদিক হলেন- স্টুডেন্ট জার্নালের আনিসুর রহমান, প্রতিদিনের সংবাদের রাফাতুল ইসলাম রাফি এবং বিজনেজ বাংলাদেশের আফছার মুন্না।প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল দুপুরে ক্যাম্পাসের হাকিম চত্বরে একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিচ্ছিলেন। এর কিছুক্ষণ পর ছাত্রদলের নেতাকর্মীরা টিএসসিতে গেলে ছাত্রলীগ কর্মীরা রড, লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর চড়াও হয়। এর কিছুক্ষণ পর দোয়েল চত্বর এবং হাকিম চত্ত্বরেও হামলা হয়।ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল সাংবাদিকদের বলেন, ছাত্রলীগের সনজিতের নেতৃত্বে হামলা হয়েছে। ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন পরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এসে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন।ছাত্রলীগের যারা ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে অতি দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button