ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাজেট ঘোষণা।
২০১৯-২০ অর্থ বছরের জন্য ৩ হাজার ৬শ‘ ৩১ কোটি ৪০ লাখ টাকার বাজেট ঘোষণা করলো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-ডিএসসিসি।
দুপুরে নগর ভবনের অডিটরিয়ামে চলতি অর্থ-বছরের বাজেট ঘোষণা করেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন। এবার মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে বাজেটে অর্থ বরাদ্দ রাখা হয়েছে ৪৩কোটি ৩০ লাখ টাকা। যা গত অর্থ বছরে (২০১৮-১৯ )মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে ১৯ কোটি ৫২ লাখ টাকা সংশোধিত (২৫ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ ছিল)। এর আগের অর্থবছরে (২০১৭-১৮ ) ছিল ২৬ কোটি টাকা। বাজেটে নিজস্ব উৎস থেকে আয় নির্ধারণ করা হয় ৯৭২ কোটি ৮০ লাখ টাকা। এরমধ্যে হোল্ডিং ট্যাক্স (রেটস এন্ড ট্যাক্স) থেকে ৩৫০ কোটি, বাজার সালামী ৩১০ কোটি টাকা, বাজার ভাড়া বাবদ ৩৫ কোটি টাকা, ট্রেড লাইসেন্স ফি ৯০ কোটি টাকা, বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন কর ৫ কোটি ৫০ লাখ টাকা, বাস-ট্রাক টার্মিনাল থেকে ৩ কোটি ৫০ লাখ টাকা, অস্থায়ী পশুরহাট ইজারা থেকে ১০ লাখ টাকা, রাস্তা খনন ফি ৩০ কোটি টাকা, যন্ত্রপাতি ভাড়া থেকে ১০ কোটি টাকা। বাজেটে ব্যয়ের খাতগুলোর মধ্যে কর্মকর্তা- কর্মচারীদের বেতন ভাতা বাবদ ৩৫০ কোটি টাকা, সড়ক ও ট্রফিক অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন খাতে ৮শ‘ ৯৬ কোটি ৭৪ লাখ টাকা, বিদ্যুৎ, জ্বালানী, পানি ও গ্যাস বাবদ ৭৯ কোটি টাকা, মেরামত ও রক্ষণাবেক্ষণ বাবদ ৩৩ কোটি ৩৫ লাখ টাকা, মশক নিয়ন্ত্রণ কার্যক্রম বাবদ ৪৩কোটি টাকা ৩০ লাখ টাকা, বিভিন্ন মালামাল ও সরঞ্জাম সরবরাহ বাবদ ৩৩ কোটি ১৭ লাখ টাকা।