ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, মৃত্যু আরও চার

দেশে প্রতিদিনই অসংখ্য মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে; এ রোগে মৃত্যুর সংখ্যাও উদ্বেগজনক হারে বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও ১১৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৫৯ জনের। এতে আক্রান্ত হয়ে ৬৪ হাজার ২৯৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছরের মধ্যে অক্টোবরে আক্রান্তের সংখ্যা সর্বাধিক। এ তো গেল সরকারি হিসাব।
সংশ্লিষ্টরা বলছেন, প্রকৃত মৃত্যু ও আক্রান্তের সংখ্যা এরচেয়ে অনেক অনেক বেশি।
বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু এখন বারোমাসি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আগামী নভেম্বর-ডিসেম্বরে ডেঙ্গুর প্রকোপ কমবে এমনটা বলা যাচ্ছে না। তারা বলছেন, পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজন সম্মিলিত প্রয়াস; প্রয়োজন ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম ও পরিচ্ছন্নতা অভিযান।
এদিকে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও ১১৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৪৩ জন। এর মধ্যে বরিশাল বিভাগে ১৮৬ জন, চট্টগ্রাম বিভাগে ১২১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৮২ জন, ঢাকা উত্তর সিটিতে ১৬৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৫৪ জন, খুলনা বিভাগে ৬৫ জন, ময়মনসিংহ বিভাগে ৫৬ জন, রাজশাহী বিভাগে ৫৬ জন, রংপুর বিভাগে ৫০ জন এবং সিলেট বিভাগে ৮ জন ভর্তি হয়েছেন।
এদিকে, গত এক দিনে সারা দেশে ১ হাজার ৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৬২ হাজার ৪৪৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ৬৫ হাজার ৪৪০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৬৩ জনের।
ডেঙ্গু এখন সারা বছরের সমস্যা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন ডা. মুশতাক হোসেন। তিনি বলেন, সামনে আরও বৃষ্টি হওয়ার পূর্বাভাস আছে। সুতরাং ডেঙ্গুর প্রকোপ আরও দুই মাস অর্থাৎ জানুয়ারি-ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে। আর দেশে শীতকাল আসে অল্প সময়ের জন্য। সুতরাং এ রোগ প্রতিরোধে দরকার চিকিৎসা বিকেন্দ্রীকরণ। কমিউনিটি ক্লিনিক পর্যায় পর্যন্ত এর চিকিৎসা ছড়িয়ে দিতে হবে। নয়তো ডেঙ্গুতে মৃত্যু কমানো সম্ভব নয়।
ডা. মুশতাক হোসেন আরও বলেন, বাস্তবতা হচ্ছে- উপজেলা হেলথ কমপ্লেক্সেও নেই ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা। তাই মানুষের ধারণা জন্মেছে যে, হাসপাতাল মানেই বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সাবেক বিএসএমএমইউ) আর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল। ফলে হাজার হাজার লোক এখানে ভিড় করেন। এমনটা হলে তো এসব স্থানে মুমূর্ষু ও জটিল রোগীদের সেবা পাওয়া কঠিন হবে। এক্ষেত্রে যারা ক্রিটিক্যাল রোগী নন, কিন্তু হাসপাতালে ভর্তি হওয়া দরকার, তাদের জন্য সেকেন্ডারি টাইপের হাসপাতাল চালু করতে হবে এবং এ বিষয়ে সাধারণের মনে আস্থা সৃষ্টি করতে হবে।
মশক নিধন প্রসঙ্গে এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলেন, সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালাতে হবে। অগ্রাধিকারের ভিত্তিতে হাজার হাজার ছাত্র-তরুণদের এ কাজে যুক্ত করতে হবে বা যুক্ত হতে হবে। এভাবে কয়েক বছর ধরে আমরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচ্ছন্নতা অভিযান চালালে ভালো ফল পাব।
ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ মনে করেন, মশক নিধনের দায়িত্ব সরকারের। কিন্তু ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি জনগণকেও যুক্ত হতে হবে, সচেতন হতে হবে।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এপিডেমিওলজিস্ট তারেক হাসান শিমুল বলেন, ভাইরাসের নতুন নতুন ধরন তৈরি হচ্ছে, যা প্রতি বছর সংক্রমণের মাত্রা ও জটিলতা বাড়িয়ে দিচ্ছে। দ্বিতীয়ত, আমরা নিজেরা যথেষ্ট সচেতন নই। আমাদের ঘরবাড়ির ফুলের টবে বা ছাদের পানির ট্যাঙ্কে, এমনকি শহরের ড্রেনে, রাস্তায়, ছাদে যেখানে পানি জমে, সেখানেই মশা জন্ম নিচ্ছে।
তারেক হাসান শিমুল বলেন, মশার সংখ্যা বাড়লে ডেঙ্গু কমার সুযোগ নেই। আমরা যেন নিজেরাই মশার চাষ করছি। এটি বন্ধ না করলে কোনো ওষুধ বা স্প্রে দিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়।
অনেকেই বলছেন, ডেঙ্গু প্রতিরোধে সরকার, মন্ত্রণালয় কিংবা সিটি করপোরেশন ও পৌরসভার দৃশ্যমান উদ্যোগ নেই। সৃষ্টিকর্তার ওপর ভরসা করে বসে আছেন তারা। যদিও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ডেঙ্গু প্রতিরোধে আমাদের সব প্রচেষ্টা চলমান।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর বলেন, ডেঙ্গু প্রতিরোধে আমরা আন্তরিকতার সঙ্গে কাজ করছি। বড় সমস্যা হলো, রোগীরা অনেক দেরি করে হাসপাতালে আসেন। তখন জটিলতা বেড়ে যায় ও চিকিৎসা কঠিন হয়ে পড়ে।



