ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু।

ডেঙ্গু আক্রান্ত হয়ে ফরিদপুর, কুষ্টিয়া ও ময়মনসিংহে ৩ জনের মৃত্যু হয়েছে। ঢাকাসহ দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে এখনো ডেঙ্গু আক্রান্ত নতুন রোগী ভর্তি হচ্ছে। তবে কমেছে রোগী ভর্তির সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য অনুযায়ী সারাদেশে বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৭২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সিদ্দিক মিয়া। তার বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার কবিরাজপুর গ্রামে। সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু হলো। ২৪ ঘণ্টার ব্যবধানে এই হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত নতুন রোগী ভর্তি হয়েছে আরও ৪৫ জন।
শুক্রবার ডেঙ্গু আক্রান্ত হয়ে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন মিনা খাতুন। মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মিনা খাতুনের বাড়ি ভেড়ামারার কাজিহাটা গ্রামে। এদিকে, কুষ্টিয়ার বিভিন্ন হাসপাতালে ২৪ ঘণ্টার ব্যবধানে ২০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কিশোরগঞ্জের হোসেনপুরের গৃহবধূ ফাতেমা খাতুন। গত শনিবার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টার ব্যবধানে ডেঙ্গু আক্রান্ত ৮ জন নতুন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ৩৪ জন।
এছাড়া, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন ডেঙ্গু আক্রান্ত নতুন রোগী ভর্তি হয়েছে।
জনস্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২৪ ঘণ্টার ব্যবধানে সারাদেশে বিভিন্ন হাসপাতালে ৭৫৩ জন ডেঙ্গু আক্রান্ত নতুন রোগী ভর্তি হয়েছে।