আরো এক মাস ডিএমপি কমিশনার থাকছেন আসাদুজ্জামান মিয়া

আরও এক মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়াকে। তার চাকরির মেয়াদ শেষ হলেও আগামীকাল ১৪ আগষ্ট থেকে আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত তাকে ১ মাসের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে জানানো হয়, আরও ১ মাস আছাদুজ্জামান মিয়া স্বপদে বহাল থাকছেন।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস ক্যাডারের কর্মকর্তা মো. আছাদুজ্জামান মিয়াকে তার অবসর-উত্তর ছুটি বাতিলের শর্তে আগামী ১৪ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত অথবা যোগদানের তারিখ থেকে এক মাস (ত্রিশ দিন) মেয়াদে ডিএমপির কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
১৯৬০ সালের ১৪ আগস্ট ফরিদপুরের আলফাডাঙ্গায় জন্ম নেন আছাদুজ্জামান মিয়া। ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেন